নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্যাতন, মারধর, সন্তানসহ বের করে দেওয়ার অভিযোগে স্ত্রী ইসরাত জাহানের দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা পেসার আল-আমিন হোসেন।
আজ মঙ্গলবার হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন চাইলে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফ।
এর আগে গত বৃহস্পতিবার নির্যাতন ও মারধরের অভিযোগ এনে আল-আমিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় মামলা করেন। থানার সামনে ইসরাত জাহান জানান, বিভিন্ন সময়ে আল-আমিন তাঁকে মারধর করেছেন। বেশ কয়েকবার বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। এর আগে একবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ বাসা থেকে বের করে দিয়েছেন।
ইসরাত জাহান বলেন, ‘দুই সন্তান নিয়ে কোথায় যাব। তাই পুলিশের সহযোগিতা চাইছি। সে একটি মেয়েকে নিয়ে থাকে। তাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তার মারধরের কারণে আমি অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিয়েছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
আল-আমিনের দ্বিতীয় বিয়ের একটি গুঞ্জনের বিষয়ে ইসরাত জাহান বলেন, ‘বিয়ের ছবি পেয়েছি। তবে কাবিননামা পাইনি। সে আমার সঙ্গে থাকবে না। আমাকে তালাক দেবে, কিন্তু আমি চাই সংসার করতে। আমার দুইটা সন্তান নিয়ে কোথায় যাব? বাচ্চাদের মানুষ করতে চাই। নিজের কথা ভাবছি না, বাচ্চাদের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে।’
আরও পড়ুন:
নির্যাতন, মারধর, সন্তানসহ বের করে দেওয়ার অভিযোগে স্ত্রী ইসরাত জাহানের দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা পেসার আল-আমিন হোসেন।
আজ মঙ্গলবার হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন চাইলে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফ।
এর আগে গত বৃহস্পতিবার নির্যাতন ও মারধরের অভিযোগ এনে আল-আমিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় মামলা করেন। থানার সামনে ইসরাত জাহান জানান, বিভিন্ন সময়ে আল-আমিন তাঁকে মারধর করেছেন। বেশ কয়েকবার বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। এর আগে একবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ বাসা থেকে বের করে দিয়েছেন।
ইসরাত জাহান বলেন, ‘দুই সন্তান নিয়ে কোথায় যাব। তাই পুলিশের সহযোগিতা চাইছি। সে একটি মেয়েকে নিয়ে থাকে। তাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তার মারধরের কারণে আমি অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিয়েছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
আল-আমিনের দ্বিতীয় বিয়ের একটি গুঞ্জনের বিষয়ে ইসরাত জাহান বলেন, ‘বিয়ের ছবি পেয়েছি। তবে কাবিননামা পাইনি। সে আমার সঙ্গে থাকবে না। আমাকে তালাক দেবে, কিন্তু আমি চাই সংসার করতে। আমার দুইটা সন্তান নিয়ে কোথায় যাব? বাচ্চাদের মানুষ করতে চাই। নিজের কথা ভাবছি না, বাচ্চাদের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে।’
আরও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
৪২ মিনিট আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৮ ঘণ্টা আগে