Ajker Patrika

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেলেন তারেক রহমানের সাবেক এপিএস অপু

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৫: ৩৩
তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপু। ছবি: সংগৃহীত
তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপু। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরুদ্দিন অপুকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম তাঁকে খালাস দেন।

অপুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি সাক্ষ্য পর্যায়ে ছিল। তবে আদালত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে অপুসহ অন্যদের খালাস দেন।

আইনজীবী আরও বলেন, এটা একটা ভিত্তিহীন সাজানো মামলা ছিল। আদালতের আদেশে সেটাই প্রমাণিত হয়েছে।

জানা গেছে, মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। ২০১৮ সালের ৪ জানুয়ারি মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। তার কাছ থেকে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়।

পরে র‍্যাব-৩-এর নায়েব সুবেদার মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, টাকা দিয়ে নুরুদ্দিন অপু ও তাঁর লোকজন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার ষড়যন্ত্র করছিলেন। তদন্ত শেষে ২০২১ সালের ১৫ জুন অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুই ধারায় অভিযোগপত্র দেয় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত