নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের আগে টিকিট না পাওয়া, সড়কে যানজট আর ভোগান্তিতে পড়তে হবে বলে যাঁরা ঢাকা ছাড়তে পারেননি, তাঁদের অনেকে ভিড় করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনগুলোতে ট্রেনের সব সিট যাত্রীতে পরিপূর্ণ। এর সঙ্গে আছে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীও।
কমলাপুর রেলওয়ে স্টেশনের তথ্য বলছে, মোট আসনের ২৫ ভাগ আসনবিহীন টিকিট বা স্ট্যান্ডিং বিক্রি করা হচ্ছে কমলাপুর কাউন্টার থেকে। যাত্রীরা স্টেশনের মূল ফটক থেকেও আসনবিহীন টিকিট কাটতে পারছেন।
ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ট্রেনগুলো ঈদের দিন ছুটিতে থাকায় কোনো শিডিউল জট নেই। আজ যাঁরা বাড়ি যাচ্ছেন তাঁরা ২০ তারিখ ট্রেনের টিকিট কেটেছেন। ঈদের দ্বিতীয় দিন বিধায় টিকিট প্রাপ্তি অন্য সময়ের চেয়ে একটু সহজ ছিল।
জয়ন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘ঈদের দিন ঢাকায় কাটালাম। আজ বাড়ি যাচ্ছি। ঈদের পরে জ্যামও কম থাকবে, ভোগান্তি কম হবে।’
মোহাম্মাদ শাহেদ নামে এক যাত্রী বলেন, ‘ঈদের আগের দিন বাসে যেতে চেয়েছিলাম বগুড়ায়। কিন্তু রাস্তায় হঠাৎ করে জ্যাম হলে আর বের হইনি। এখন স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছি। খুব বেশি ভিড় হবে না, স্বস্তিতে যেতে পারব।’
আগামীকাল থেকে শুরু হবে ট্রেনের ফিরতি যাত্রা। এর আগে ২১ জুন ১ জুলাইয়ের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। ২২ জুন পাওয়া গেছে ২ জুলাইয়ের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫ ও ২৬ জুন বিক্রি হয়েছে ৩, ৪, ৫ ও ৬ জুলাইয়ের ফিরতি টিকিট।
ঈদের আগে টিকিট না পাওয়া, সড়কে যানজট আর ভোগান্তিতে পড়তে হবে বলে যাঁরা ঢাকা ছাড়তে পারেননি, তাঁদের অনেকে ভিড় করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনগুলোতে ট্রেনের সব সিট যাত্রীতে পরিপূর্ণ। এর সঙ্গে আছে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীও।
কমলাপুর রেলওয়ে স্টেশনের তথ্য বলছে, মোট আসনের ২৫ ভাগ আসনবিহীন টিকিট বা স্ট্যান্ডিং বিক্রি করা হচ্ছে কমলাপুর কাউন্টার থেকে। যাত্রীরা স্টেশনের মূল ফটক থেকেও আসনবিহীন টিকিট কাটতে পারছেন।
ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ট্রেনগুলো ঈদের দিন ছুটিতে থাকায় কোনো শিডিউল জট নেই। আজ যাঁরা বাড়ি যাচ্ছেন তাঁরা ২০ তারিখ ট্রেনের টিকিট কেটেছেন। ঈদের দ্বিতীয় দিন বিধায় টিকিট প্রাপ্তি অন্য সময়ের চেয়ে একটু সহজ ছিল।
জয়ন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘ঈদের দিন ঢাকায় কাটালাম। আজ বাড়ি যাচ্ছি। ঈদের পরে জ্যামও কম থাকবে, ভোগান্তি কম হবে।’
মোহাম্মাদ শাহেদ নামে এক যাত্রী বলেন, ‘ঈদের আগের দিন বাসে যেতে চেয়েছিলাম বগুড়ায়। কিন্তু রাস্তায় হঠাৎ করে জ্যাম হলে আর বের হইনি। এখন স্ট্যান্ডিং টিকিট কেটে যাচ্ছি। খুব বেশি ভিড় হবে না, স্বস্তিতে যেতে পারব।’
আগামীকাল থেকে শুরু হবে ট্রেনের ফিরতি যাত্রা। এর আগে ২১ জুন ১ জুলাইয়ের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। ২২ জুন পাওয়া গেছে ২ জুলাইয়ের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৩, ২৪, ২৫ ও ২৬ জুন বিক্রি হয়েছে ৩, ৪, ৫ ও ৬ জুলাইয়ের ফিরতি টিকিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
৮ মিনিট আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১০ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১০ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগে