নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। অবশ্য ততক্ষণে ওই সড়কের যানজট মিরপুর আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শেওড়াপাড়ার ওই এলাকায় সকালে শতাধিক নারী শ্রমিক রাস্তায় নামেন। তখন তারা ‘মালিকের কালো হাত গুড়িয়ে দাও ভেঙ্গে দাও’ বলে স্লোগান দিতে থাকেন। ঘনটাস্থল মিরপুর মডেল ও কাফরুল থানার মধ্যে পড়ায় দুই থানা থেকে পুলিশ সদস্যরা এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এর আগে, গতকাল বুধবারও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছিলেন ওই কারখানার পোশাক শ্রমিকেরা।
পোশাক করাখানার শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা তাসলিমা আক্তার বলেন, ‘ওই পোশাক কারখানার মালিক পোশাক কারাখানারটি স্থানান্তর করে অন্য স্থানে নিয়ে যাবে। কিন্তু শ্রমিকদের কয়েকমাসের বকেয়া বেতন রয়েছে। শ্রমিকেরা বকেয়া বেতন ও স্থানান্তর ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে।’
জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় নামার পর পরই সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেছি আমরা। মালিকদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হয়েছিল। পরে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।’
এদিকে তাদের রাস্তা অবরোধের কারণে ওই সড়কে সকাল থেকে অফিসগামীদের অফিসে যেতে বেগ পেতে হয়। একদিকে রাজধানীতে অব্যাহত বৃষ্টি অন্যদিকে যান চলাচল না করায় পায়ে হেঁটে অনেককেই অফিসের দিকে রওনা দেন। অনেককে মিরপুর থেকে গাড়ি ঘুরিয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।
বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। অবশ্য ততক্ষণে ওই সড়কের যানজট মিরপুর আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শেওড়াপাড়ার ওই এলাকায় সকালে শতাধিক নারী শ্রমিক রাস্তায় নামেন। তখন তারা ‘মালিকের কালো হাত গুড়িয়ে দাও ভেঙ্গে দাও’ বলে স্লোগান দিতে থাকেন। ঘনটাস্থল মিরপুর মডেল ও কাফরুল থানার মধ্যে পড়ায় দুই থানা থেকে পুলিশ সদস্যরা এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এর আগে, গতকাল বুধবারও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছিলেন ওই কারখানার পোশাক শ্রমিকেরা।
পোশাক করাখানার শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা তাসলিমা আক্তার বলেন, ‘ওই পোশাক কারখানার মালিক পোশাক কারাখানারটি স্থানান্তর করে অন্য স্থানে নিয়ে যাবে। কিন্তু শ্রমিকদের কয়েকমাসের বকেয়া বেতন রয়েছে। শ্রমিকেরা বকেয়া বেতন ও স্থানান্তর ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে।’
জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় নামার পর পরই সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেছি আমরা। মালিকদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হয়েছিল। পরে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।’
এদিকে তাদের রাস্তা অবরোধের কারণে ওই সড়কে সকাল থেকে অফিসগামীদের অফিসে যেতে বেগ পেতে হয়। একদিকে রাজধানীতে অব্যাহত বৃষ্টি অন্যদিকে যান চলাচল না করায় পায়ে হেঁটে অনেককেই অফিসের দিকে রওনা দেন। অনেককে মিরপুর থেকে গাড়ি ঘুরিয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।
পরিশোধন ক্ষমতা বাড়ানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছর আগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পটি দফায় দফায় সংশোধন করা হয়। এতে ব্যয় ১৩ হাজার কোটি থেকে বেড়ে দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকায়।
২ ঘণ্টা আগেনজরদারির অভাবে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। বনের ২০টি পয়েন্টে বেপরোয়া ১০টি বাহিনী। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে এই বাহিনীর সদস্যরা লাখ লাখ টাকা আদায় করছে। মুক্তিপণ ছাড়া মিলছে না কারও মুক্তি। চলে নির্যাতনও। আতঙ্কিত বনজীবীদের অনেকেই ভয়ে পেশা বদলাচ্ছেন। এই পরিস্থিতিতে জনবল ও অস্ত্র সংকটের
২ ঘণ্টা আগেচলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। ৪৮টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ঢাকায় প্রেষণে থাকা এবং দুই মেডিকেল কর্মকর্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি।
৪ ঘণ্টা আগে