নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লালবাগসহ রাজধানী ঢাকার পাশের বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকান, বাস ও পণ্যবাহী ট্রাকে ডাকাতি করে আসছিল একটি চক্র। বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ডাকাতির সময় হত্যার মতো ঘটনা ঘটিয়েছে চক্রের সদস্যরা। এরই ধারাবাহিকতায় আন্তজেলা ডাকাত চক্রটিকে ধরতে কাজ শুরু করে ঢাকা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন চৌকিদার ওরফে সুমন মিয়া (৩৪), মো. মোস্তফা (৩২), মো. আরিফ হোসেন (৩৪), মো. পলাশ (৩২), মো. করিম (২৫), মো. হাসান (১৮), রিপন ওরফে আকাশ (২৪), জয়নাল আবেদিন (৩১), মো. ওমর ফারুক ফয়সাল (২০), রাসেল (২৪), মো. হাফিজুল ইসলাম (৩৩)। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, বড় ছোরা, রামদা, দুটি চাপাতি, পাটের রশি, গামছা এবং পাঁচটি সিএনজি ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। এ সকল গাড়ি তাঁরা বিভিন্ন সময় ডাকাতি করে নিজেরাই ব্যবহার করছিল।
হারুন অর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি ডাকাত দল রাজধানীর লালবাগ, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, গাজীপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে স্বর্ণের দোকান, বাস ও ট্রাকে ডাকাতি করে আসছিল। তাঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আসে গোয়েন্দা পুলিশের হাতে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ অভিযান চালিয়ে বুধবার (২৭ জুলাই) ভোররাতে পুরান ঢাকার মিটফোর্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময়ে অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার চক্রের মূল হোতা সুমিন চৌকিদার ওরফে সুমন মিয়া ডাকাতি করতে গিয়ে একটি স্বর্ণের দোকানের কর্মচারীকে হত্যা করেছে। ডাকাত দলের প্রধান সুমনের বিরুদ্ধে হত্যা ডাকাতিসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা ও ৫টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পাশাপাশি গ্রেপ্তার দলের অন্য সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি ও হত্যার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত পাওয়া যাবে।
ডাকাত দলগুলো কীভাবে বিদেশি অস্ত্র পাচ্ছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘তাঁরা অস্ত্র কীভাবে পেলেন জানার জন্য রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
ডাকাত প্রতিরোধে থানা-পুলিশের পাশাপাশি ডিবি সতর্ক আছে জানিয়ে হারুন অর রশিদ বলেন, ‘গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া ডাকাত সরদাররা নতুন করে দল গোছায়। তাঁরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন নতুন সদস্যদের নিয়ে দল গড়ে আবারও ডাকাতি করছে। জেলে বসে বিভিন্ন অপরাধে বন্দী থাকা সদস্যদের সঙ্গে কথা বলে। করোনার কারণে চাকরিতে বেতন কম, কিন্তু মাসে একটা ডাকাতি করলে তার চেয়ে বেশি টাকা পাওয়া যাবে এমন প্রলোভন দেখায়। গ্রেপ্তারকৃতদের পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা এ বিষয় বিস্তারিত জানা যাবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির কোতোয়ালি থানায় দুটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
লালবাগসহ রাজধানী ঢাকার পাশের বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকান, বাস ও পণ্যবাহী ট্রাকে ডাকাতি করে আসছিল একটি চক্র। বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ডাকাতির সময় হত্যার মতো ঘটনা ঘটিয়েছে চক্রের সদস্যরা। এরই ধারাবাহিকতায় আন্তজেলা ডাকাত চক্রটিকে ধরতে কাজ শুরু করে ঢাকা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন চৌকিদার ওরফে সুমন মিয়া (৩৪), মো. মোস্তফা (৩২), মো. আরিফ হোসেন (৩৪), মো. পলাশ (৩২), মো. করিম (২৫), মো. হাসান (১৮), রিপন ওরফে আকাশ (২৪), জয়নাল আবেদিন (৩১), মো. ওমর ফারুক ফয়সাল (২০), রাসেল (২৪), মো. হাফিজুল ইসলাম (৩৩)। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, বড় ছোরা, রামদা, দুটি চাপাতি, পাটের রশি, গামছা এবং পাঁচটি সিএনজি ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। এ সকল গাড়ি তাঁরা বিভিন্ন সময় ডাকাতি করে নিজেরাই ব্যবহার করছিল।
হারুন অর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি ডাকাত দল রাজধানীর লালবাগ, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, গাজীপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে স্বর্ণের দোকান, বাস ও ট্রাকে ডাকাতি করে আসছিল। তাঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আসে গোয়েন্দা পুলিশের হাতে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ অভিযান চালিয়ে বুধবার (২৭ জুলাই) ভোররাতে পুরান ঢাকার মিটফোর্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময়ে অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার চক্রের মূল হোতা সুমিন চৌকিদার ওরফে সুমন মিয়া ডাকাতি করতে গিয়ে একটি স্বর্ণের দোকানের কর্মচারীকে হত্যা করেছে। ডাকাত দলের প্রধান সুমনের বিরুদ্ধে হত্যা ডাকাতিসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা ও ৫টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পাশাপাশি গ্রেপ্তার দলের অন্য সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি ও হত্যার কথা স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত পাওয়া যাবে।
ডাকাত দলগুলো কীভাবে বিদেশি অস্ত্র পাচ্ছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘তাঁরা অস্ত্র কীভাবে পেলেন জানার জন্য রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
ডাকাত প্রতিরোধে থানা-পুলিশের পাশাপাশি ডিবি সতর্ক আছে জানিয়ে হারুন অর রশিদ বলেন, ‘গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া ডাকাত সরদাররা নতুন করে দল গোছায়। তাঁরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন নতুন সদস্যদের নিয়ে দল গড়ে আবারও ডাকাতি করছে। জেলে বসে বিভিন্ন অপরাধে বন্দী থাকা সদস্যদের সঙ্গে কথা বলে। করোনার কারণে চাকরিতে বেতন কম, কিন্তু মাসে একটা ডাকাতি করলে তার চেয়ে বেশি টাকা পাওয়া যাবে এমন প্রলোভন দেখায়। গ্রেপ্তারকৃতদের পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা এ বিষয় বিস্তারিত জানা যাবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির কোতোয়ালি থানায় দুটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। বর্তমান জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানব না।
২ মিনিট আগে১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৭ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৯ মিনিট আগে