জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনে সংঘটিত ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কবিতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুট এই আয়োজন করে। ‘ফিলিস্তিনের জনগণের পক্ষে কবিতা সমাবেশ’ শীর্ষক সমাবেশে প্রায় ৪০ জন কবিসহ শতাধিক ব্যক্তি অংশ নেন।
সমাবেশে কবিতা পাঠ করেন হাসান রোবায়েত, পলিয়ার ওয়াহিদ, শব্দ নীল, মিছির হাসনাইন, জহির ফয়সাল, শাকিব লোহানী, তালুকদার লাভলী, জেবুন্নেসা জেবা, সাজিদা স্নিগ্ধা, আনিস মুহাম্মদ, সাদ্দাম হোসেন, হামিদা জান্নাত ও তাহমিদ হাসান প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা বলেন, ‘কবি ও সাহিত্যিকেরা সব সময় মানবিক হন। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তাই এই ধরনের আয়োজন প্রশংসনীয়।’
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহী বলেন, ‘আধিপত্যবাদী ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে আমরা তথাকথিত মুসলিম বিশ্বকে সব সময় নীরব দেখেছি। অথচ ইসরায়েলের গণহত্যার সমর্থনে মানবতার ধ্বজাধারীরা জোট বেঁধে মাঠে থাকেন।’
চিরকুট সভাপতি মেহেদী মামুন বলেন, ‘চিরকুটের আজকের কর্মসূচি ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরস্ত্র নাগরিকের ওপর অত্যাচারের প্রতিবাদে। এখানকার প্রতিটি অক্ষর আঘাত করুক দখলদারের বিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনে সংঘটিত ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কবিতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুট এই আয়োজন করে। ‘ফিলিস্তিনের জনগণের পক্ষে কবিতা সমাবেশ’ শীর্ষক সমাবেশে প্রায় ৪০ জন কবিসহ শতাধিক ব্যক্তি অংশ নেন।
সমাবেশে কবিতা পাঠ করেন হাসান রোবায়েত, পলিয়ার ওয়াহিদ, শব্দ নীল, মিছির হাসনাইন, জহির ফয়সাল, শাকিব লোহানী, তালুকদার লাভলী, জেবুন্নেসা জেবা, সাজিদা স্নিগ্ধা, আনিস মুহাম্মদ, সাদ্দাম হোসেন, হামিদা জান্নাত ও তাহমিদ হাসান প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা বলেন, ‘কবি ও সাহিত্যিকেরা সব সময় মানবিক হন। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তাই এই ধরনের আয়োজন প্রশংসনীয়।’
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহী বলেন, ‘আধিপত্যবাদী ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে আমরা তথাকথিত মুসলিম বিশ্বকে সব সময় নীরব দেখেছি। অথচ ইসরায়েলের গণহত্যার সমর্থনে মানবতার ধ্বজাধারীরা জোট বেঁধে মাঠে থাকেন।’
চিরকুট সভাপতি মেহেদী মামুন বলেন, ‘চিরকুটের আজকের কর্মসূচি ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরস্ত্র নাগরিকের ওপর অত্যাচারের প্রতিবাদে। এখানকার প্রতিটি অক্ষর আঘাত করুক দখলদারের বিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে।’
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১০ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৯ মিনিট আগে