মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম হামিম খান (১৬)। সে মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষেরচর এলাকার আজম খানের ছেলে। হামিম জেলা শহরের আমিন উদ্দিন হাইস্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
স্কুলছাত্র জখম হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় কোন্দল থেকে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ, স্কুলছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ব্যক্তিগত কাজে নিজবাড়ি থেকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী তাল্লুক এলাকার দিকে যাচ্ছিল হামিম। মাঝপথে জাফরাবাদ এলাকায় এলে পূর্বশত্রুতার জেরে তাল্লুক এলাকার আমিন ব্যাপারী লোকজন নিয়ে হামিমের মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে হামিমকে মোটরসাইকেল থেকে নামিয়ে প্রথমে চড়থাপ্পড় দেন। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
হামলার সময় হামিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আমিন ব্যাপারী ও তাঁর লোকজন পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় হামিমকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।
আহত হামিমের চাচা শামীম খান বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার ভাতিজাকে কুপিয়ে জখম করেছে আল আমিন ব্যাপারী ও তাঁর লোকজন। এই ঘটনার বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে আল আমিনের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম হামিম খান (১৬)। সে মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষেরচর এলাকার আজম খানের ছেলে। হামিম জেলা শহরের আমিন উদ্দিন হাইস্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
স্কুলছাত্র জখম হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় কোন্দল থেকে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ, স্কুলছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ব্যক্তিগত কাজে নিজবাড়ি থেকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী তাল্লুক এলাকার দিকে যাচ্ছিল হামিম। মাঝপথে জাফরাবাদ এলাকায় এলে পূর্বশত্রুতার জেরে তাল্লুক এলাকার আমিন ব্যাপারী লোকজন নিয়ে হামিমের মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে হামিমকে মোটরসাইকেল থেকে নামিয়ে প্রথমে চড়থাপ্পড় দেন। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
হামলার সময় হামিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আমিন ব্যাপারী ও তাঁর লোকজন পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় হামিমকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।
আহত হামিমের চাচা শামীম খান বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার ভাতিজাকে কুপিয়ে জখম করেছে আল আমিন ব্যাপারী ও তাঁর লোকজন। এই ঘটনার বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে আল আমিনের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে