নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা ছয় দিন বিকেল পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শৃঙ্খলা রাখতে কড়াকড়ি ধরে রাখা গেলেও আজ সোমবার রাতে আর পারা যায়নি। ট্রেনের ছাদে যাত্রী বহন নিষিদ্ধ হলেও আজ রাতে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর বগিতে তিল ধারণের ঠাঁই না থাকায় যাত্রীদের ছাদে উঠতে দেখা যায়।
ফেসবুকে বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ পেজে রাজু মাস্তান নামে এক ব্যবহারকারী ছাদে যাত্রী বোঝায় ট্রেনের কয়েকটি ছবি পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমি রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে, পাশে লালমণি এক্সপ্রেস ফুল প্যাকেট।’
উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনেও অতিরিক্ত যাত্রী দেখা গেছে। বিশেষ করে জয়দেবপুর ক্রসিংয়ের সময় ট্রেনের ভেতরে ও ছাদে উপচে পড়া যাত্রী দেখা গেছে। মাইকিং করেও যাত্রীদের ছাদ থেকে নামানো যায়নি। একই অবস্থা দেখা গেছে পশ্চিমাঞ্চলের আরেক ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসে।
সবগুলো ট্রেনই আজ রাত ৯টার পর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
এদিকে গত ছয় দিন ধরেই কড়াকড়ি অবস্থায় যাত্রীদের স্টেশনে প্রবেশ করিয়েছে রেল কর্তৃপক্ষ। তিনবার চেকিং ও ‘টিকিট যার ভ্রমণ তাঁর’ নীতিতে অগ্রিম টিকিটের রেলযাত্রা শুরু হয় ৫ এপ্রিল থেকে। আজ সন্ধ্যা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র স্বাভাবিক ছিল।
এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘এবার ছাদে ওঠার কোনো সুযোগ নেই।’ একই কথা বলেছিলেন ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম।
তবে আশঙ্কা ছিল আজ ও আগামীকাল মঙ্গলবার রেলের এই কড়াকড়ি থাকবে না। সন্ধ্যার পর সেই আশঙ্কাই সত্যি হলো!
এ বিষয়ে জানতে চাইলে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘শেষ সময়ে পারা যায়নি! গার্মেন্টস ছুটি হওয়াতে যাত্রীর চাপ অনেক বেশি ছিল।’
তিনি বলেন, ‘আমরা যত দূর পেরেছি চেষ্টা করেছি। লালমণি এক্সপ্রেস স্টেশন ছেড়ে গেছে।’
এদিকে অভিযোগ রয়েছে, কমলাপুর স্টেশনে কড়াকড়ি হলেও বিমানবন্দর স্টেশনে বিশৃঙ্খল অবস্থা রয়েছে। অনেকে টিকিট কেটে আসনে বসতে পারেননি। প্রচুর যাত্রী ছাদে চড়ে যাত্রা করেছেন।
টানা ছয় দিন বিকেল পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শৃঙ্খলা রাখতে কড়াকড়ি ধরে রাখা গেলেও আজ সোমবার রাতে আর পারা যায়নি। ট্রেনের ছাদে যাত্রী বহন নিষিদ্ধ হলেও আজ রাতে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর বগিতে তিল ধারণের ঠাঁই না থাকায় যাত্রীদের ছাদে উঠতে দেখা যায়।
ফেসবুকে বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ পেজে রাজু মাস্তান নামে এক ব্যবহারকারী ছাদে যাত্রী বোঝায় ট্রেনের কয়েকটি ছবি পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমি রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে, পাশে লালমণি এক্সপ্রেস ফুল প্যাকেট।’
উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনেও অতিরিক্ত যাত্রী দেখা গেছে। বিশেষ করে জয়দেবপুর ক্রসিংয়ের সময় ট্রেনের ভেতরে ও ছাদে উপচে পড়া যাত্রী দেখা গেছে। মাইকিং করেও যাত্রীদের ছাদ থেকে নামানো যায়নি। একই অবস্থা দেখা গেছে পশ্চিমাঞ্চলের আরেক ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসে।
সবগুলো ট্রেনই আজ রাত ৯টার পর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
এদিকে গত ছয় দিন ধরেই কড়াকড়ি অবস্থায় যাত্রীদের স্টেশনে প্রবেশ করিয়েছে রেল কর্তৃপক্ষ। তিনবার চেকিং ও ‘টিকিট যার ভ্রমণ তাঁর’ নীতিতে অগ্রিম টিকিটের রেলযাত্রা শুরু হয় ৫ এপ্রিল থেকে। আজ সন্ধ্যা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র স্বাভাবিক ছিল।
এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘এবার ছাদে ওঠার কোনো সুযোগ নেই।’ একই কথা বলেছিলেন ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম।
তবে আশঙ্কা ছিল আজ ও আগামীকাল মঙ্গলবার রেলের এই কড়াকড়ি থাকবে না। সন্ধ্যার পর সেই আশঙ্কাই সত্যি হলো!
এ বিষয়ে জানতে চাইলে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘শেষ সময়ে পারা যায়নি! গার্মেন্টস ছুটি হওয়াতে যাত্রীর চাপ অনেক বেশি ছিল।’
তিনি বলেন, ‘আমরা যত দূর পেরেছি চেষ্টা করেছি। লালমণি এক্সপ্রেস স্টেশন ছেড়ে গেছে।’
এদিকে অভিযোগ রয়েছে, কমলাপুর স্টেশনে কড়াকড়ি হলেও বিমানবন্দর স্টেশনে বিশৃঙ্খল অবস্থা রয়েছে। অনেকে টিকিট কেটে আসনে বসতে পারেননি। প্রচুর যাত্রী ছাদে চড়ে যাত্রা করেছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩০ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৯ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে