Ajker Patrika

ঢাকার প্রবেশমুখে তল্লাশি বেড়েছে, বাড়তি ৫০০ পুলিশ মোতায়েন

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৫: ২১
ঢাকার প্রবেশমুখে তল্লাশি বেড়েছে, বাড়তি ৫০০ পুলিশ মোতায়েন

বিএনপির ঢাকার বিভাগীয় গণসমাবেশের আগের দিন রাজধানীর অন্যতম প্রবেশমুখ সাভারের সড়কের বিভিন্ন জায়গায় চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকালের তুলনায় চেকপোস্টের সংখ্যা বেড়েছে; মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ।

আজ শুক্রবার দুপুর ১টায় সাভারের সড়কগুলো ঘুরে দেখা যায়, পয়েন্টে পয়েন্টে রয়েছে অতিরিক্ত পুলিশ। তবে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। 

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আওয়ামী লীগের সমাবেশস্থল ঘিরে রয়েছে অতিরিক্ত পুলিশ। এ ছাড়া এই সড়কের হেমায়েতপুর, সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভারের আমিনবাজার ও বিরুলিয়ায় গত বুধবার থেকেই দুটি চেকপোস্ট রয়েছে। 

আশুলিয়ায়ও বুধবার থেকে কবিরপুর ও আশুলিয়া বাসস্ট্যান্ডে দুটি চেকপোস্ট থাকলেও শুক্রবার বেড়েছে চেকপোস্টের সংখ্যা। শুক্রবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর, বাইপাইল, নবীনগর বাসস্ট্যান্ডে যোগ হয়েছে তিনটি চেকপোস্ট। 

বাইপাইল চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই আল মামুন কবির বলেন, ‘আমরা সকাল থেকে দায়িত্ব পালন করছি। জনগণের নিরাপত্তার সার্থে আমরা কাজ করছি। কাউকে হয়রানি করা হচ্ছে না।’ 

বাইপাইল স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী কামরুজ্জামান বলেন, ‘রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। বাইপাইল থেকে সাভার যাব সেই গাড়ি পেতেই কষ্ট হচ্ছে। ঢাকায় কীভাবে যাব জানা নেই। রাস্তায় গাড়ি যা আছে তার মধ্যে ট্রাকই বেশি।’ 

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, ‘সাভারের আশুলিয়ায় অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল রেডিও কলোনিতে আওয়ামী লীগের সমাবেশ, সেখানে বাড়তি নিরাপত্তার জন্য আছে পুলিশ।’ 

এই পুলিশ সুপার আরও বলেন, ‘মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের সম্মেলন ও ১৬ ডিসেম্বরকে ঘিরে জঙ্গি তৎপরতার আশঙ্কায় আমাদের এই কার্যক্রম চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত