সাভার (ঢাকা) প্রতিনিধি
বিএনপির ঢাকার বিভাগীয় গণসমাবেশের আগের দিন রাজধানীর অন্যতম প্রবেশমুখ সাভারের সড়কের বিভিন্ন জায়গায় চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকালের তুলনায় চেকপোস্টের সংখ্যা বেড়েছে; মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১টায় সাভারের সড়কগুলো ঘুরে দেখা যায়, পয়েন্টে পয়েন্টে রয়েছে অতিরিক্ত পুলিশ। তবে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আওয়ামী লীগের সমাবেশস্থল ঘিরে রয়েছে অতিরিক্ত পুলিশ। এ ছাড়া এই সড়কের হেমায়েতপুর, সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভারের আমিনবাজার ও বিরুলিয়ায় গত বুধবার থেকেই দুটি চেকপোস্ট রয়েছে।
আশুলিয়ায়ও বুধবার থেকে কবিরপুর ও আশুলিয়া বাসস্ট্যান্ডে দুটি চেকপোস্ট থাকলেও শুক্রবার বেড়েছে চেকপোস্টের সংখ্যা। শুক্রবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর, বাইপাইল, নবীনগর বাসস্ট্যান্ডে যোগ হয়েছে তিনটি চেকপোস্ট।
বাইপাইল চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই আল মামুন কবির বলেন, ‘আমরা সকাল থেকে দায়িত্ব পালন করছি। জনগণের নিরাপত্তার সার্থে আমরা কাজ করছি। কাউকে হয়রানি করা হচ্ছে না।’
বাইপাইল স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী কামরুজ্জামান বলেন, ‘রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। বাইপাইল থেকে সাভার যাব সেই গাড়ি পেতেই কষ্ট হচ্ছে। ঢাকায় কীভাবে যাব জানা নেই। রাস্তায় গাড়ি যা আছে তার মধ্যে ট্রাকই বেশি।’
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, ‘সাভারের আশুলিয়ায় অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল রেডিও কলোনিতে আওয়ামী লীগের সমাবেশ, সেখানে বাড়তি নিরাপত্তার জন্য আছে পুলিশ।’
এই পুলিশ সুপার আরও বলেন, ‘মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের সম্মেলন ও ১৬ ডিসেম্বরকে ঘিরে জঙ্গি তৎপরতার আশঙ্কায় আমাদের এই কার্যক্রম চলছে।’
বিএনপির ঢাকার বিভাগীয় গণসমাবেশের আগের দিন রাজধানীর অন্যতম প্রবেশমুখ সাভারের সড়কের বিভিন্ন জায়গায় চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকালের তুলনায় চেকপোস্টের সংখ্যা বেড়েছে; মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১টায় সাভারের সড়কগুলো ঘুরে দেখা যায়, পয়েন্টে পয়েন্টে রয়েছে অতিরিক্ত পুলিশ। তবে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আওয়ামী লীগের সমাবেশস্থল ঘিরে রয়েছে অতিরিক্ত পুলিশ। এ ছাড়া এই সড়কের হেমায়েতপুর, সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভারের আমিনবাজার ও বিরুলিয়ায় গত বুধবার থেকেই দুটি চেকপোস্ট রয়েছে।
আশুলিয়ায়ও বুধবার থেকে কবিরপুর ও আশুলিয়া বাসস্ট্যান্ডে দুটি চেকপোস্ট থাকলেও শুক্রবার বেড়েছে চেকপোস্টের সংখ্যা। শুক্রবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর, বাইপাইল, নবীনগর বাসস্ট্যান্ডে যোগ হয়েছে তিনটি চেকপোস্ট।
বাইপাইল চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই আল মামুন কবির বলেন, ‘আমরা সকাল থেকে দায়িত্ব পালন করছি। জনগণের নিরাপত্তার সার্থে আমরা কাজ করছি। কাউকে হয়রানি করা হচ্ছে না।’
বাইপাইল স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী কামরুজ্জামান বলেন, ‘রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। বাইপাইল থেকে সাভার যাব সেই গাড়ি পেতেই কষ্ট হচ্ছে। ঢাকায় কীভাবে যাব জানা নেই। রাস্তায় গাড়ি যা আছে তার মধ্যে ট্রাকই বেশি।’
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, ‘সাভারের আশুলিয়ায় অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল রেডিও কলোনিতে আওয়ামী লীগের সমাবেশ, সেখানে বাড়তি নিরাপত্তার জন্য আছে পুলিশ।’
এই পুলিশ সুপার আরও বলেন, ‘মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের সম্মেলন ও ১৬ ডিসেম্বরকে ঘিরে জঙ্গি তৎপরতার আশঙ্কায় আমাদের এই কার্যক্রম চলছে।’
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৪ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৭ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
২০ মিনিট আগে