Ajker Patrika

মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১০: ১৮
মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩ 

বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম দফা অবরোধের আগের রাতে রাজধানীর মিরপুরে বাসে অগ্নিসংযোগ করার সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা বিএনপির নেতা৷ তবে তাৎক্ষণিক পদ-পদবি জানা যায়নি। 

গ্রেপ্তার তিনজন হলেন মো. হাফিজুর রহমান (৩৫),শহীদুল ইসলাম (২০)  ও মো. শামীম (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা কে এন রায় নিয়তি।

নিয়তি বলেন, মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে মিরপুর ১০-এ জ্যামে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়। এতে তিনটি সিট পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একজন এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার রাত ৮ টা ৪৫ মিনিটে মিরপুরে-১ নম্বরে নবাবের বাগ উত্তরপাড়া,বেড়িবাঁধ এলাকায় এই অগ্নিসংযোগ করা হয়৷ এর ৪৫ মিনিট পরে মিরপুর-১০ নম্বরে একটি বিআরটিসি বাসে আগুন এবং রাত ১১টা ১৫ মিনিটে বেড়িবাঁধ এলাকায় শুকতারা নামে আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত