ঢাবি প্রতিনিধি
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।
মামলায় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. তরিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম রুবেল হোসেন, সদস্য মো. তসলিম হোসাইন অভি ও মিজান উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সহসভাপতি মো. রাকিব, বংশাল থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. ওমর ফারুক জিহাদ, ছাত্র অধিকার পরিষদের কর্মী তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, মো. সাদ্দাম হোসেন, ইউসুফ হোসেন, মো. বেলাল হোসেন, মো. আবু কাউছার হাওলাদার এবং মাহফুজুরকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘আসামিরা লাঠি, হকিস্টিক ও রড নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমি (নাজিম), মাহবুব খান, কাজী ইব্রাহিম, আরিফ শাহরিয়ারকে মারপিট করে। আসামি আকতার, আকরাম ও মাহফুজ তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করলে আমার ডান চোখের ওপরে গুরুতর জখম হয়। আহত হওয়ার পরে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে সেখানেও অতর্কিতভাবে আসামিরাসহ অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জন একসঙ্গে হামলা চালায়। আমাদের হত্যার উদ্দেশ্যে এই হামলা করে তারা।’
হামলার ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, আবরার ফাহাদ স্মৃতি সংসদের কর্মসূচি শুরু হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। এতে উভয় পক্ষের ধস্তাধস্তি হয়। পরে আহতদের মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানেও হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা বলেন, ‘নাজিম উদ্দীন নামে এক ছাত্রলীগ নেতা তাদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদের ১৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের ওপর হামলা করা হয়েছে বলে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় বর্তমানে ছাত্র অধিকার পরিষদের ২০ জন নেতা-কর্মী আটক রয়েছে।’
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় শুক্রবার হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।
মামলায় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. তরিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম রুবেল হোসেন, সদস্য মো. তসলিম হোসাইন অভি ও মিজান উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সহসভাপতি মো. রাকিব, বংশাল থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. ওমর ফারুক জিহাদ, ছাত্র অধিকার পরিষদের কর্মী তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, মো. সাদ্দাম হোসেন, ইউসুফ হোসেন, মো. বেলাল হোসেন, মো. আবু কাউছার হাওলাদার এবং মাহফুজুরকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘আসামিরা লাঠি, হকিস্টিক ও রড নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমি (নাজিম), মাহবুব খান, কাজী ইব্রাহিম, আরিফ শাহরিয়ারকে মারপিট করে। আসামি আকতার, আকরাম ও মাহফুজ তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করলে আমার ডান চোখের ওপরে গুরুতর জখম হয়। আহত হওয়ার পরে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে সেখানেও অতর্কিতভাবে আসামিরাসহ অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জন একসঙ্গে হামলা চালায়। আমাদের হত্যার উদ্দেশ্যে এই হামলা করে তারা।’
হামলার ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, আবরার ফাহাদ স্মৃতি সংসদের কর্মসূচি শুরু হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। এতে উভয় পক্ষের ধস্তাধস্তি হয়। পরে আহতদের মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানেও হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা বলেন, ‘নাজিম উদ্দীন নামে এক ছাত্রলীগ নেতা তাদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদের ১৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের ওপর হামলা করা হয়েছে বলে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় বর্তমানে ছাত্র অধিকার পরিষদের ২০ জন নেতা-কর্মী আটক রয়েছে।’
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
১ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৬ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৯ মিনিট আগে