Ajker Patrika

বংশালে চুরি যাওয়া ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রুপা উদ্ধার, গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বংশালে চুরি যাওয়া ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রুপা উদ্ধার, গ্রেপ্তার ১ 

রাজধানীর বংশালে একটি বাসা বাড়ি থেকে চুরি যাওয়া ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রুপা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রুবেল দাস। 

আজ সোমবার বিকেলে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাফর হোসেন। 

জাফর হোসেন বলেন, গত ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ২৪ জানুয়ারি সকাল পৌনে দশটার মধ্যে বংশালের হরিজন কলোনির একটি বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়। এ ঘটনায় ২৬ জানুয়ারি বংশাল থানায় একটি মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে অভিযুক্ত রুবেল দাসকে শনাক্ত করা হয়। সোমবার সকাল সাড়ে দশটায় বংশাল থানা-পুলিশের একটি টিম হরিজন কলোনির একটি ঘর থেকে রুবেল দাসকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রুপা উদ্ধার করা হয়। 

বংশাল থানার মামলায় গ্রেপ্তার রুবেল দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত