Ajker Patrika

মেঘনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়া ৩৭ বরযাত্রী উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৪: ৪৮
মেঘনায় ঘূর্ণিঝড়ের কবলে পড়া ৩৭ বরযাত্রী উদ্ধার 

নরসিংদী সদর থানার আলোবানি থেকে জেলার পলাশ থানার নোয়াকান্দা গ্রামে ফেরার পথে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে মেঘনা নদীতে আটকে পড়া বরযাত্রীদের নিরাপদে উদ্ধার করল নৌ-পুলিশ। 

গতকাল সোমবার রাত ৯টার দিকে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের কুতুবপুর ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীর দুই কিলোমিটার গভীরে আটকা পড়াদের উদ্ধার করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চাইলে উদ্ধার করা হয় তাঁদের। 

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, ঘূর্ণিঝড়ে মেঘনা নদীতে আটকে পড়া ৩৭ জন বরযাত্রীকে উদ্ধার করে নিরাপদে তীরে আনা হয়েছে। তাঁদের মধ্যে ২২ জন পুরুষ, ৬ জন নারী ও ৯টি শিশু ছিল। 

এসপি গৌতম কুমার জানান, বরযাত্রীবাহী নৌকাটি নরসিংদী সদর থানার আলোবানি গ্রামে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ঝড়ের কবলে গতি সামলাতে না পেরে কচুরিপানার মধ্যে নৌকাসহ আটকে যায়। প্রচণ্ড ঝোড়ো বাতাস ও ঢেউ থাকায় নৌকা বের করতে পারছিলেন না। একপর্যায়ে তাঁরা হতবিহ্বল হয়ে ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশের সাহায্য চান। পরে নৌ-পুলিশ সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত দেড়টার দিকে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন। পরে তাঁদের কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়িতে আনা হয়। 

তিনি আরও জানান, সারা রাত ফাঁড়িতে অবস্থান শেষে ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা নিজ নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত