Ajker Patrika

ওয়ারীতে যাত্রীকে ‘বাস থেকে ফেলে হত্যা’

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ১৪
ওয়ারীতে যাত্রীকে ‘বাস থেকে ফেলে হত্যা’

রাজধানীর ওয়ারীর জয় কালী মন্দির মোড়ে ভাড়া নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ইরফান (৪৮) নামের এক ব্যক্তিকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ইরফানের সহকর্মী আব্দুল কাদের জানান, ইরফান নবাবপুরে একটি ইলেকট্রিক দোকানে কাজ করতেন। তাঁর বাসা ডেমরা এলাকায়। সকালে ডেমরা থেকে গ্রীনবাংলা বাসে করে নবাবপুরে আসছিলেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে জানতে পারি বাসের কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে তর্ক হয় ইরফানের। একপর্যায়ে বাসের কন্ডাক্টর তাঁকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যান।’

মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন ইরফানের স্বজনেরা। ইরফানের বড় ভাই মো. রায়হান জানান, ডেমরার সারুলিয়া বড় ভাঙ্গা এলাকায় তাঁদের বাড়ি। ইরফান এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সেখানেই থাকতেন। বাবার নাম মৃত আলমগীর হোসেন। তিন ভাই ও এক বোনের মধ্যে ইরফান ছিলেন তৃতীয়। 

ওয়ারী থানার (পিএসআই) আরাফাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি গ্রীন বাংলা নামের একটি বাসে ছিলেন ইরফান। জয় কালী মন্দির মোড়ে এলে ভাড়া নিয়ে তর্কের একপর্যায়ে কন্ডাক্টর মোজাম্মেল তাঁকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। পরে স্থানীয়রা মোজাম্মেলকে আটক করে। 

তিনি আরও জানান, কৌশলে স্থানীয়দের কাছ থেকে পালিয়ে যায় মোজাম্মেল। মোজাম্মেলকে আটক ও গ্রীনবাংলা বাস জব্দ করতে মাঠে কাজ শুরু করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত