Ajker Patrika

রাজধানীতে চাঁদাবাজি করতে গিয়ে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে চাঁদাবাজি করতে গিয়ে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি করতে গিয়ে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১০ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী বাদী হয়ে ৪ জনসহ অজ্ঞাতনামাসহ কয়েকজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। 

আটক দুই নেতা হলেন—   ঢাকা মহানগর উত্তর ১০০ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বাবু ওরফে ভাঙারি বাবু (৩২) ও কবীর ওরফে দাঁতভাঙা কবির (৩০)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার বি ব্লকে অভিজিৎ কুমার সেনগুপ্ত (৬০) নামের এক ব্যবসায়ী তাঁর বাড়িতে ইলেকট্রিকের কাজ করাচ্ছিলেন। এ সময় বাবু ওরফে ভাঙারি বাবু ও কবির ওরফে দাঁতভাঙা কবিরসহ ৫-৬ জন ওই ব্যবসায়ীর বাসায় এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে ইলেকট্রিক মিস্ত্রিদের মারধর করেন। তাঁরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বাড়ির মালিকসহ মিস্ত্রিদের হুমকি দিয়ে যান। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘শনিবার মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজি মামলা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে আমরা তাঁদের আদালতে পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত