প্রতিনিধি, ঢামেক (ঢাকা)
রাজধানীর হাতিরঝিল লেকে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন বন্ধু দগ্ধ হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাতিরঝিল মহানগর ব্রিজের পশ্চিম পাশের লেকে এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
দগ্ধ তিন বন্ধু হলেন ফরহাদ আকাশ (২১), আল কাবিদ (২২) ও মোমিনুস সালেহিন সিয়াম (১৮)।
বুধবার বিকেলে বন্ধুরা মিলে রাজধানীর হাতিরঝিল এলাকায় ঘুরতে এসেছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে আসা আরেক বন্ধু নাজমুস সাকিব মাহি বলেন, ‘সন্ধ্যার দিকে তাঁরা চারজন হাতিরঝিল মহানগর ব্রিজের পাশের একটি ট্যাংকের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। আমি একটু দূরে ছিলাম। হঠাৎ ট্যাংকের বিস্ফোরণ হয়। এতে তাঁরা তিনজন দগ্ধ হন। পরে কর্তব্যরত পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মাহি আরও বলেন, সিয়াম হাতিরঝিল পাগলা মাজার এলাকায় বড় ভাইয়ের কাছে থাকেন। তিনি এসএসসি পরীক্ষার্থী। আল কাবিদের বাড়ি ঝিনাইদহ সদরে। তিনি মিরপুর ১ নম্বর সেকশনে মাহির বাসায় থাকেন। সেখানে থেকেই চাকরির চেষ্টা করছেন। আর ফরহাদ আকাশের বাসা নবীনগর নিরিবিলি এলাকায়। তিনি উচ্চমাধ্যমিক পাস করেছেন। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করছেন।
দুর্ঘটনার বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘সন্ধ্যার দিকে তাঁরা চারজন লেকের সেপটিক ট্যাংকের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ট্যাংক থেকে গ্যাস বিস্ফোরণ হয়। এতে তাঁরা দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। দগ্ধ তিনজনেরই হাত-পা ও শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে।’
রাজধানীর হাতিরঝিল লেকে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন বন্ধু দগ্ধ হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাতিরঝিল মহানগর ব্রিজের পশ্চিম পাশের লেকে এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
দগ্ধ তিন বন্ধু হলেন ফরহাদ আকাশ (২১), আল কাবিদ (২২) ও মোমিনুস সালেহিন সিয়াম (১৮)।
বুধবার বিকেলে বন্ধুরা মিলে রাজধানীর হাতিরঝিল এলাকায় ঘুরতে এসেছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে আসা আরেক বন্ধু নাজমুস সাকিব মাহি বলেন, ‘সন্ধ্যার দিকে তাঁরা চারজন হাতিরঝিল মহানগর ব্রিজের পাশের একটি ট্যাংকের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। আমি একটু দূরে ছিলাম। হঠাৎ ট্যাংকের বিস্ফোরণ হয়। এতে তাঁরা তিনজন দগ্ধ হন। পরে কর্তব্যরত পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মাহি আরও বলেন, সিয়াম হাতিরঝিল পাগলা মাজার এলাকায় বড় ভাইয়ের কাছে থাকেন। তিনি এসএসসি পরীক্ষার্থী। আল কাবিদের বাড়ি ঝিনাইদহ সদরে। তিনি মিরপুর ১ নম্বর সেকশনে মাহির বাসায় থাকেন। সেখানে থেকেই চাকরির চেষ্টা করছেন। আর ফরহাদ আকাশের বাসা নবীনগর নিরিবিলি এলাকায়। তিনি উচ্চমাধ্যমিক পাস করেছেন। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করছেন।
দুর্ঘটনার বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘সন্ধ্যার দিকে তাঁরা চারজন লেকের সেপটিক ট্যাংকের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ট্যাংক থেকে গ্যাস বিস্ফোরণ হয়। এতে তাঁরা দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। দগ্ধ তিনজনেরই হাত-পা ও শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে।’
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে