Ajker Patrika

গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৩, ১৫: ০৭
গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ 

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আরিফ (২৪) ও মামুন (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি জব্দ করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার আরিফ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহেদ বলেন, ‘ঢাকা উদ্যান ২ নম্বর রোডের একটি প্লটে কয়েকজন গরু ব্যবসায়ী গরু এনে রেখেছেন। গরুগুলো ব্যবসায়ীরা হাটে নিয়ে বিক্রি করেন। মধ্যরাতে ওই প্লটে এসে চারজন ছিনতাইকারী চাপাতি ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে অন্য ব্যবসায়ী এবং স্থানীয়রা চলে এলে দুজন পালিয়ে যান এবং দুজনকে চাপাতিসহ আটক করেন স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করে।’ 

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আরিফ জানান, তিনি ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁরা পেশাদার ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বেড়িবাঁধ এলাকায় যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটে, তার সঙ্গে আরিফ ও মামুন জড়িত। মামুনের বিরুদ্ধে দুটি ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত