নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আরিফ (২৪) ও মামুন (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি জব্দ করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার আরিফ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহেদ বলেন, ‘ঢাকা উদ্যান ২ নম্বর রোডের একটি প্লটে কয়েকজন গরু ব্যবসায়ী গরু এনে রেখেছেন। গরুগুলো ব্যবসায়ীরা হাটে নিয়ে বিক্রি করেন। মধ্যরাতে ওই প্লটে এসে চারজন ছিনতাইকারী চাপাতি ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে অন্য ব্যবসায়ী এবং স্থানীয়রা চলে এলে দুজন পালিয়ে যান এবং দুজনকে চাপাতিসহ আটক করেন স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করে।’
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আরিফ জানান, তিনি ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁরা পেশাদার ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বেড়িবাঁধ এলাকায় যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটে, তার সঙ্গে আরিফ ও মামুন জড়িত। মামুনের বিরুদ্ধে দুটি ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আরিফ (২৪) ও মামুন (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি জব্দ করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার আরিফ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহেদ বলেন, ‘ঢাকা উদ্যান ২ নম্বর রোডের একটি প্লটে কয়েকজন গরু ব্যবসায়ী গরু এনে রেখেছেন। গরুগুলো ব্যবসায়ীরা হাটে নিয়ে বিক্রি করেন। মধ্যরাতে ওই প্লটে এসে চারজন ছিনতাইকারী চাপাতি ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে অন্য ব্যবসায়ী এবং স্থানীয়রা চলে এলে দুজন পালিয়ে যান এবং দুজনকে চাপাতিসহ আটক করেন স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করে।’
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আরিফ জানান, তিনি ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁরা পেশাদার ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বেড়িবাঁধ এলাকায় যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটে, তার সঙ্গে আরিফ ও মামুন জড়িত। মামুনের বিরুদ্ধে দুটি ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যার মামলার প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত গত শুক্রবার তাদের চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে গতকাল শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের।
১১ মিনিট আগেগাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর ভোর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি গুদাম ও গুদামের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
২২ মিনিট আগেনাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদুল ইসলামের হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বাবা ধারালো অস্ত্র দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর থেকে বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছে।
৪১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিলের ধারে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে