Ajker Patrika

জাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিল আন্দোলনকারীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০১: ৪৭
জাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিল আন্দোলনকারীরা

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের দায়িত্বে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের বাসভবনের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় গ্রুপের প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন জাবি মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা শামসুর রহমান। জাবি মেডিকেল সেন্টারে প্রায় ৩০-৩৫ জনের মতো চিকিৎসা নিয়েছেন।

বৈষম্য বিরোধী আন্দোলন জাবি শাখার যুগ্ম আহ্বায়ক রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে পূর্ব ঘোষিত মিছিল করছিলাম। তখন আমাদের ওপর অতর্কিত হামলা করে ছাত্রলীগ। তখন আমরা প্রক্টোরিয়াল টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কেউ কোনো রেসপন্স করেনি। আমরা এখন ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে আছি। তিনি দেখা না করলে আমরা সারা রাত এখানে থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত