নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
রোববার (২০ জুলাই) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার রাতে বংশাল থানার সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাতুলকে গ্রেপ্তার করে চকবাজার থানা-পুলিশ।’
গত ১৬ জুলাই বিকেল ৩টা ১৬ মিনিটে চকবাজারের ১২৪ নাজিমউদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত আব্দুল্লাহ ফার্মেসিতে হামলার ঘটনা ঘটে। দোকানে ঢুকে ফার্মেসির মালিক নাহিদুল ইসলামের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক যুবক। স্থানীয়রা নাহিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে ভিকটিম নিজেই চকবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে নাহিদুল উল্লেখ করেন, ঘটনার দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি তার দোকানে এসে ঘুমের ওষুধ কিনতে চান। নাহিদুল প্রেসক্রিপশন চেয়ে বসলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে দোকান ছেড়ে চলে যান। কয়েক ঘণ্টা পর, বিকেল ৩টা ১৬ মিনিটে ওই ব্যক্তি আবার দোকানে ফিরে এসে কিছু বলার আগেই তাঁকে ছুরিকাঘাত করেন।
ঘটনার পরপরই চকবাজার থানায় মামলা রুজু হয়। তদন্তে নামে সহকারী পুলিশ কমিশনারের (চকবাজার জোন) নেতৃত্বাধীন একটি টিম। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সোর্সের তথ্যের ভিত্তিতে তারা হামলাকারীকে শনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে শনিবার রাতে বংশালের সাতরওজা এলাকা থেকে সাদ্দাতুল ইসলাম আপন ভূঞাকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে সাতরওজার আগা সাদেক রোডের ৬৬/১ নম্বর বাসার বাথরুমের ফল্স ছাদ থেকে হামলায় ব্যবহৃত ছুরি, তাঁর পরনের রক্তমাখা জামা, প্যান্ট এবং স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।
চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
রোববার (২০ জুলাই) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার রাতে বংশাল থানার সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাতুলকে গ্রেপ্তার করে চকবাজার থানা-পুলিশ।’
গত ১৬ জুলাই বিকেল ৩টা ১৬ মিনিটে চকবাজারের ১২৪ নাজিমউদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত আব্দুল্লাহ ফার্মেসিতে হামলার ঘটনা ঘটে। দোকানে ঢুকে ফার্মেসির মালিক নাহিদুল ইসলামের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক যুবক। স্থানীয়রা নাহিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে ভিকটিম নিজেই চকবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে নাহিদুল উল্লেখ করেন, ঘটনার দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি তার দোকানে এসে ঘুমের ওষুধ কিনতে চান। নাহিদুল প্রেসক্রিপশন চেয়ে বসলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে দোকান ছেড়ে চলে যান। কয়েক ঘণ্টা পর, বিকেল ৩টা ১৬ মিনিটে ওই ব্যক্তি আবার দোকানে ফিরে এসে কিছু বলার আগেই তাঁকে ছুরিকাঘাত করেন।
ঘটনার পরপরই চকবাজার থানায় মামলা রুজু হয়। তদন্তে নামে সহকারী পুলিশ কমিশনারের (চকবাজার জোন) নেতৃত্বাধীন একটি টিম। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সোর্সের তথ্যের ভিত্তিতে তারা হামলাকারীকে শনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে শনিবার রাতে বংশালের সাতরওজা এলাকা থেকে সাদ্দাতুল ইসলাম আপন ভূঞাকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে সাতরওজার আগা সাদেক রোডের ৬৬/১ নম্বর বাসার বাথরুমের ফল্স ছাদ থেকে হামলায় ব্যবহৃত ছুরি, তাঁর পরনের রক্তমাখা জামা, প্যান্ট এবং স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৩ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৮ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৩ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে