নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিহত চারজন হলেন আব্দুল্লাহ আল নোমান, মো. পাভেল, আব্দুল মতিন ও অজ্ঞাতনামা ২৫ বছর বয়সী এক যুবক।
আজ দুপুরের দিকে রাজধানীর বনশ্রী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কার পর বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। বনশ্রীর এফ ব্লকের মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিহত হন। মো. পাভেল নামে মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ফরাজী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মো. পাভেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহত নোমানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হলেও এর চালক ও তাঁর সহকারী এবং অটোরিকশাচালকও পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল মতিন (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মেহেদী হাসান জানান, ফকিরাপুলে রিকশা নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশাচালক আব্দুল মতিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি রংপুরে।
এদিকে গতকাল রাতে রাজধানীর বিমানবন্দর সিভিল এভিয়েশন কোয়ার্টার গেট এলাকা থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা–পুলিশ। অচেতন অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকটির পরিচয় এখনো জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিহত চারজন হলেন আব্দুল্লাহ আল নোমান, মো. পাভেল, আব্দুল মতিন ও অজ্ঞাতনামা ২৫ বছর বয়সী এক যুবক।
আজ দুপুরের দিকে রাজধানীর বনশ্রী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কার পর বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। বনশ্রীর এফ ব্লকের মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল নোমান নিহত হন। মো. পাভেল নামে মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ফরাজী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মো. পাভেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহত নোমানের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হলেও এর চালক ও তাঁর সহকারী এবং অটোরিকশাচালকও পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল মতিন (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মেহেদী হাসান জানান, ফকিরাপুলে রিকশা নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশাচালক আব্দুল মতিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি রংপুরে।
এদিকে গতকাল রাতে রাজধানীর বিমানবন্দর সিভিল এভিয়েশন কোয়ার্টার গেট এলাকা থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা–পুলিশ। অচেতন অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকটির পরিচয় এখনো জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১০ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১৮ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২১ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১ ঘণ্টা আগে