Ajker Patrika

জবি ভিসির নামে ভুয়া ই-মেইল, সতর্ক করল প্রশাসন

জবি সংবাদদাতা 
জবি ভিসির নামে ভুয়া ই-মেইল, সতর্ক করল প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন মানুষজনের কাছে স্ক্যাম মেসেজ পাঠানো হচ্ছে। এতে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন। 

আজ বৃহস্পতিবার জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি অসাধু মহল profsadekahalim@gmail. com ই-মেইল অ্যাড্রেসটি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে স্ক্যাম মেসেজ পাঠাচ্ছে। এই ই-মেইলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নয় এবং এর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়র কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। 

স্ক্যামের উদ্দেশ্যে তৈরি করা এই ই-মেইলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলেও সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

সবাইকে এই ভুয়া ই-মেইল থেকে আসা সববার্তা পরিহার করে চলার জন্য এবং এ বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে অনুরোধও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এদিকে এ বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতিও নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত