Ajker Patrika

ছিনিয়ে নেওয়া মোবাইল অনলাইনে কম দামে বিক্রি, গ্রেপ্তার ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
গ্রেপ্তার মোহাম্মদ শিমুল (৩০) ও মোহাম্মদ হাসানুজ্জামান (৩১)। সংগৃহীত
গ্রেপ্তার মোহাম্মদ শিমুল (৩০) ও মোহাম্মদ হাসানুজ্জামান (৩১)। সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে চারটি মোবাইল ফোনসহ মোহাম্মদ শিমুল (৩০) ও মোহাম্মদ হাসানুজ্জামান (৩১) দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার (১৯ মে) দুপুরে তাঁদের ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

একই দিন রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১।

এ বিষয়ে র‍্যাব-১-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, উত্তরার মহাসড়ক থেকে মোবাইক ফোন ছিনিয়ে নিয়ে গেছে, এমন অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিমুল ও হাসানুজ্জামান নামের দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি বলেন, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে ভুক্তভোগী ছিনিয়ে নেওয়া স্যামসাং এস-২২ আলট্রা মোবাইলটি উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।

জব্দ করা চারটি অ্যান্ড্রয়েড মোবাইল। ছবি: সংগৃহীত
জব্দ করা চারটি অ্যান্ড্রয়েড মোবাইল। ছবি: সংগৃহীত

মেজর আহনাফ বলেন, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ফেসবুক পেজ ও বিভিন্ন অনলাইন মার্কেটে কম দামে বিক্রি করত।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য তাঁদেরকে উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘গোপনে’ দুই অধ্যাদেশের অনুমোদনে টিআইবির নিন্দা, মতামত নিয়ে সংশোধনের দাবি

বিগত সরকারের সমর্থকদের পক্ষে নিতে উঠেপড়ে লেগেছে প্রায় সব দল: ডিআইজি হাবীব

চীনের বেলুন সহ্য হয়নি, এখন যুক্তরাষ্ট্রের মাটিতে কাতারকে বিমানঘাঁটি দিচ্ছেন ট্রাম্প

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

ট্রাইব্যুনালের পরোয়ানার পর লাপাত্তা মেজর জেনারেল কবীর, সন্ধানে তৎপরতা জানাল সেনাসদর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত