নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে তদন্তসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তাঁরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সাম্যর মৃত্যুর বিষয়টি তদন্ত এবং আইনি কার্যক্রমে প্রশাসনের অব্যাহত সহযোগিতার জন্য তার পরিবার সন্তোষ প্রকাশ করেছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন সাম্যর পিতা মো. ফকরুল আলম। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্যর তিন ভাই এস এ এম আমিরুল ইসলাম, এস এ এম শরীফুল আলম এবং এস এ এম শহিদুল আলম উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। প্রয়োজনে সাম্যর পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। উপাচার্য সাম্যর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।
সাম্যর পিতা মো. ফকরুল আলম বলেন, দোষীদের গ্রেপ্তারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তার জন্য পরিবার সন্তুষ্ট এবং ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেন।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে তদন্তসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তাঁরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সাম্যর মৃত্যুর বিষয়টি তদন্ত এবং আইনি কার্যক্রমে প্রশাসনের অব্যাহত সহযোগিতার জন্য তার পরিবার সন্তোষ প্রকাশ করেছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন সাম্যর পিতা মো. ফকরুল আলম। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সাম্যর তিন ভাই এস এ এম আমিরুল ইসলাম, এস এ এম শরীফুল আলম এবং এস এ এম শহিদুল আলম উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। প্রয়োজনে সাম্যর পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। উপাচার্য সাম্যর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।
সাম্যর পিতা মো. ফকরুল আলম বলেন, দোষীদের গ্রেপ্তারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তার জন্য পরিবার সন্তুষ্ট এবং ভবিষ্যতেও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেন।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে