Ajker Patrika

অস্ত্র হাতে আর্জেন্টিনা জার্সি পরা যুবকের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ত্র হাতে আর্জেন্টিনা জার্সি পরা যুবকের পরিচয় মিলেছে

রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের সময় আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে অস্ত্র উঁচিয়ে গুলি করা যুবক একজন আনসার সদস্য। তিনি পল্টন থানায় কর্মরত। তাঁর নাম মাহিদুর রহমান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই যুবকের পরিচয় নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি আনসার সদস্য। পল্টন থানায় অঙ্গিভূত রয়েছেন।’ 

ডিবি প্রধান বলেন, ‘গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরিহিত অবস্থায় একজন যুবককে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাঁকে ছাত্রলীগ নেতা আলামিন বলে পোস্ট দেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাঁর পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ। পরে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হন, তিনি আলামিন নন। তাঁর নাম মাহিদুর রহমান। তিনি আনসার সদস্য, পল্টন থানায় কর্মরত।’ 

হারুন অর রশীদ আরও বলেন, ‘যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে, তাদের শনাক্তে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত