Ajker Patrika

জামায়াত আমিরের সঙ্গে তুর্কি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজকের পত্রিকা ডেস্ক­
জামায়াত আমিরের সঙ্গে তুর্কি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. রামিস সেন। আজ মঙ্গলবার বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তুর্কি রাষ্ট্রদূত। এরপর জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করেন তিনি।

তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় প্রচার বিষয়ক সম্পাদক মতিউর রহমান আকন্দ প্রমুখ অংশ নেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, দ্বি-পাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। সেখানে দেশের চলমান পরিস্থিতি এবং নির্বাচনসহ আরও কিছু বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমাদের কাছে নানা বিষয়ে তাঁরা জানতে চেয়েছেন। আমরা আমাদের অবস্থান থেকে তাঁদের জানিয়েছি। আমাদের দেশের রাজনৈতিক অবস্থা এবং নির্বাচনের বিষয়েও কিছু আলোচনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসিফের ফেসবুক পেজ রিমুভ করা হয়েছে, সংঘবদ্ধ রিপোর্টের অভিযোগ

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

আজকের রাশিফল: মানিব্যাগের দশা মরুভূমি, প্রেমের দুনিয়ায়ও দুর্ভিক্ষ

এলাকার খবর
Loading...