নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্ত্রীকে নির্যাতন, মারধর এবং সন্তানসহ বের করে দেওয়ার অভিযোগে জাতীয় দলের বাইরে থাকা পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার মামলাটি নথিভুক্ত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ডিএমপির মিরপুর মডেল থানার পুলিশ। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আল-আমিন হোসেনকে থানায় ডাকা হতে পারে।
আজ শুক্রবার বিকেলে ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন।
নুরুল ইসলাম সুমন বলেন, ‘আল-আমিন হোসেনের স্ত্রী লিখিত অভিযোগের পরে মামলা নথিভুক্ত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।’
এর আগে গতকাল বৃহস্পতিবার থানার সামনে ইসরাত জাহান জানান, বিভিন্ন সময়ে আল-আমিন তাঁকে মারধর করেছেন। বেশ কয়েকবার বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। এর আগে একবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আজ বাসা থেকে বের করে দিয়েছেন।
ইসরাত জাহান বলেন, ‘দুই সন্তান নিয়ে কোথায় যাব। তাই পুলিশের সহযোগিতা চাইছি। সে একটি মেয়েকে নিয়ে থাকে। তাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তার মারধরের কারণে আমি অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিয়েছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
আল-আমিনের দ্বিতীয় বিয়ের একটি গুঞ্জনের বিষয়ে ইসরাত জাহান বলেন, ‘বিয়ের ছবি পেয়েছি। তবে কাবিননামা পাইনি। সে আমার সঙ্গে থাকবে না। আমাকে তালাক দেবে, কিন্তু আমি চাই সংসার করতে। আমার দুইটা সন্তান নিয়ে কোথায় যাব? বাচ্চাদের মানুষ করতে চাই। নিজের কথা ভাবছি না, বাচ্চাদের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে।’
স্ত্রীকে নির্যাতন, মারধর এবং সন্তানসহ বের করে দেওয়ার অভিযোগে জাতীয় দলের বাইরে থাকা পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার মামলাটি নথিভুক্ত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ডিএমপির মিরপুর মডেল থানার পুলিশ। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আল-আমিন হোসেনকে থানায় ডাকা হতে পারে।
আজ শুক্রবার বিকেলে ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন।
নুরুল ইসলাম সুমন বলেন, ‘আল-আমিন হোসেনের স্ত্রী লিখিত অভিযোগের পরে মামলা নথিভুক্ত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।’
এর আগে গতকাল বৃহস্পতিবার থানার সামনে ইসরাত জাহান জানান, বিভিন্ন সময়ে আল-আমিন তাঁকে মারধর করেছেন। বেশ কয়েকবার বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। এর আগে একবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আজ বাসা থেকে বের করে দিয়েছেন।
ইসরাত জাহান বলেন, ‘দুই সন্তান নিয়ে কোথায় যাব। তাই পুলিশের সহযোগিতা চাইছি। সে একটি মেয়েকে নিয়ে থাকে। তাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তার মারধরের কারণে আমি অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিয়েছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
আল-আমিনের দ্বিতীয় বিয়ের একটি গুঞ্জনের বিষয়ে ইসরাত জাহান বলেন, ‘বিয়ের ছবি পেয়েছি। তবে কাবিননামা পাইনি। সে আমার সঙ্গে থাকবে না। আমাকে তালাক দেবে, কিন্তু আমি চাই সংসার করতে। আমার দুইটা সন্তান নিয়ে কোথায় যাব? বাচ্চাদের মানুষ করতে চাই। নিজের কথা ভাবছি না, বাচ্চাদের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে।’
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
৩৭ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে