Ajker Patrika

চট্টগ্রাম নগরে আবর্জনার স্তূপে মিলল বৃদ্ধের লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে আবর্জনার স্তূপ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আবুল হাশেম হাছু (৬০)। আজ সোমবার দুপুরে নগরের চন্দনপুরা এলাকার বাকলিয়ায় আবর্জনার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একই এলাকার পশ্চিম গলির বাসিন্দা।

আবুল হাশেম হাছুর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। আবর্জনার স্তূপে লাশ কীভাবে গেল, তা জানতে পারেনি পুলিশ।

জানা গেছে, আবুল হাশেম অবিবাহিত ছিলেন। এ ছাড়া তিনি মানসিক ভারসাম্যহীন। প্রায়ই বাসা থেকে বেরিয়ে পড়তেন। গতকাল রোববার রাতে বেরিয়ে তিনি আর বাসায় ফেরেননি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ডোবায় আবর্জনার স্তূপে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। সুরতহালে শরীরে কোনো জখমের চিহ্ন দেখা যায়নি। তবে বাঁ পায়ের গোড়ালিতে সামান্য জখমজনিত গর্ত পাওয়া গেছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত