Ajker Patrika

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আজ শনিবার (২৮ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সালেহা বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। তিনি দীর্ঘদিন থরে ডায়বেটিস ও হৃদরোগে ভুগছিলেন। সালেহা বেগম চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ৪ জুন চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে সাতজনের।

১৬ জুন প্রথমবারের মতো করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ মারা যাওয়ার তথ্য দেয় সিভিল সার্জন কার্যালয়। পরে চলতি মাসে বিভিন্ন সময় এক কিশোরসহ আরও পাঁচজনের মৃত্যুর তথ্য দেয়। মৃত ওই পাঁচজন হলেন বাকলিয়ার ফজিলাতুন্নেছা (৭১), কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫), পটিয়া উপজেলার মো. এরশাদ (১৪), নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫) ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের কাজী আবদুল আউয়াল (৮০)।

করোনোভাইরাসের নতুন করে সংক্রমণ শুরুর পর চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে। এ ছাড়া চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। চমেক হাসপাতাল কর্তৃপক্ষও ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত