চবি সংবাদদাতা
রাজধানীর মিটফোর্ডে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শুক্রবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদের ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার ভাই মরল কেন? তারেক জিয়া জবাব দে, ইন্টেরিম জবাব দে’, ‘বিএনপির অনেক গুণ ১০ মাসে ১০০ খুন’, ‘পাথর মেরে করছে খুন, বিএনপির অনেক গুণ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করেছেন যুবদলের নেতা-কর্মীরা। দেশের ছাত্রসমাজ বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের অপকর্ম আর সহ্য করবে না। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের বিচার চায়।
গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘গত জুলাইয়ের মতো এই জুলাই এতটা কঠিন নয়। তোমাদের পাথর আমাদের দাবিয়ে রাখতে পারবে না। তোমরা যতবার পাথর মারবে, আমরা ততবার বুক পেতে দেব। নতুন বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাস ও খুনিদের ঠিকানা হবে না। তোমরা যতবার মাথাচাড়া দিয়ে উঠবে, আমরা ততবার তোমাদের বিষদাঁত ভেঙে দেব। তোমরা ক্ষমতায় যাওয়ার আগে যে বর্বরতা শুরু করেছ, তা জাহিলিয়াতকেও হার মানায়। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন, নয়তো হাসিনার মতো চলে যেতে হবে।’
বিপ্লবী ছাত্র ঐক্যের আহ্বায়ক তাহসান হাবীব বলেন, ‘আবারও জুলাইয়ে দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে নৃশংসতা। এ দেশ আর আগের মতো নেই, কেউ যদি স্বৈরাচার হতে চায়, তাহলে হাসিনার মতো দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। আমরা ইন্টেরিমকে বলতে চাই, যদি আপনারা বিচার করতে না পারেন, তাহলে ক্ষমতা ছেড়ে দেন। জুলাইয়ে যেমন রক্ত দিয়েছি, দরকার হলে আবারও জুলাই বাংলাদেশে নেমে আসবে, তবু চাঁদাবাজ-সন্ত্রাসীদের বাংলাদেশ থেকে মুক্ত করব।’
উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে থেঁতলে নির্মমভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে লাশের ওপর লাফিয়ে পড়ে উল্লাস করে হত্যাকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়।
রাজধানীর মিটফোর্ডে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শুক্রবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদের ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার ভাই মরল কেন? তারেক জিয়া জবাব দে, ইন্টেরিম জবাব দে’, ‘বিএনপির অনেক গুণ ১০ মাসে ১০০ খুন’, ‘পাথর মেরে করছে খুন, বিএনপির অনেক গুণ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করেছেন যুবদলের নেতা-কর্মীরা। দেশের ছাত্রসমাজ বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের অপকর্ম আর সহ্য করবে না। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের বিচার চায়।
গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘গত জুলাইয়ের মতো এই জুলাই এতটা কঠিন নয়। তোমাদের পাথর আমাদের দাবিয়ে রাখতে পারবে না। তোমরা যতবার পাথর মারবে, আমরা ততবার বুক পেতে দেব। নতুন বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাস ও খুনিদের ঠিকানা হবে না। তোমরা যতবার মাথাচাড়া দিয়ে উঠবে, আমরা ততবার তোমাদের বিষদাঁত ভেঙে দেব। তোমরা ক্ষমতায় যাওয়ার আগে যে বর্বরতা শুরু করেছ, তা জাহিলিয়াতকেও হার মানায়। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন, নয়তো হাসিনার মতো চলে যেতে হবে।’
বিপ্লবী ছাত্র ঐক্যের আহ্বায়ক তাহসান হাবীব বলেন, ‘আবারও জুলাইয়ে দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে নৃশংসতা। এ দেশ আর আগের মতো নেই, কেউ যদি স্বৈরাচার হতে চায়, তাহলে হাসিনার মতো দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। আমরা ইন্টেরিমকে বলতে চাই, যদি আপনারা বিচার করতে না পারেন, তাহলে ক্ষমতা ছেড়ে দেন। জুলাইয়ে যেমন রক্ত দিয়েছি, দরকার হলে আবারও জুলাই বাংলাদেশে নেমে আসবে, তবু চাঁদাবাজ-সন্ত্রাসীদের বাংলাদেশ থেকে মুক্ত করব।’
উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে থেঁতলে নির্মমভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে লাশের ওপর লাফিয়ে পড়ে উল্লাস করে হত্যাকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
২ ঘণ্টা আগে