Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী): চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। নতুন করে ৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সম্প্রতি সময়ে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত এবং সোনামসজিদ বন্দর উন্মুক্ত করে দেওয়ায় আতঙ্ক বিরাজ করছে সীমান্তবর্তী এ জেলায়। প্রতিদিন সরকারি, বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিক্ষার জন্য ভীড় করছে অসংখ্য মানুষ।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আসা ১১৮ জনের নমুনায় ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এছাড়াও এন্টিজেন পরীক্ষায় শিবগঞ্জের ১১ ও গোমস্তাপুরের ৬ জন শনাক্ত হয়েছেন। যা করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ শনাক্ত। 

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জন জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন করে শনাক্তদের তথ্য ও অবস্থা যাচাই করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ও বুধবার এই দু'দিনে জেলা সদর, শিবগঞ্জ ও ভোলাহাটের এক জন করে আরও তিন জন মারা গেছেন।  এদের মধ্যে শিবগঞ্জ ও ভোলাহাটের দুই জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। সদরের এক জন জেলা সদর হাসপাতালে মারা গেছেন। সদর ও ভোলাহাটের মৃত দুই জন এন্টিজেন পরীক্ষায় পজিটিভ ছিলেন। 

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, জেলায় এ পর্যন্ত এক হাজার ২১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার জন সুস্থ হয়েছেন। এছাড়াও গতকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন ২৫ জন। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে মারা গেছেন ১১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দেড় বছরে পুলিশের যে ক্ষতি হয়েছে, ৫০ বছরেও পুনরুদ্ধার কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে যে ৮ পরামর্শ দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর

ফুটবলাররা পানি না গিলে কুলি করেন কেন

জাপাকে যে দোষ দেওয়া হচ্ছে, তার বড় ভাগীদার বিএনপি-জামায়াত: আনিসুল

নেপাল পুলিশের স্বয়ংক্রিয় অস্ত্র নেই, জেন-জি বিক্ষোভে গুলি ছুড়ল কারা—ষড়যন্ত্রের অভিযোগ কে পি শর্মার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত