ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
‘নৌকার মধ্যে সাপ, ব্যাঙ, কুঁচিয়া উঠে গেছে। এগুলো থেকে নৌকাকে মুক্ত করতে ঈগলের প্রয়োজন। তাই ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে এসেছি। আমি নির্বাচিত হলে নৌকাকে এসব থেকে মুক্ত করব।’
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন। আজ মঙ্গলবার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সোভান, পশ্চিম সোভান, ধানুয়াসহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেন তিনি।
মোহাম্মদ শামছুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জনপ্রিয়তা যাচাই করতে নৌকার পাশাপাশি ঈগল দিয়ে মাঠে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা সকলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ঈগলের জয় নিশ্চিত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। গত পাঁচ বছরে এই উপজেলা মাদক, প্রতিনিধি লীগ এবং দলের নেতা-কর্মীরা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। এসব থেকে মুক্ত হতেই নারী-পুরুষ সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি কারও বিরুদ্ধে কোনো কথা না বললেও আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। আমি সংসদ সদস্য থাকাকালীন নাকি অন্য দলের নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছি। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমি কোনো মামলা দিইনি এবং এর সঙ্গে জড়িত নই।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সদস্য কামাল মিজি, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী প্রমুখ।
‘নৌকার মধ্যে সাপ, ব্যাঙ, কুঁচিয়া উঠে গেছে। এগুলো থেকে নৌকাকে মুক্ত করতে ঈগলের প্রয়োজন। তাই ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে এসেছি। আমি নির্বাচিত হলে নৌকাকে এসব থেকে মুক্ত করব।’
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন। আজ মঙ্গলবার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সোভান, পশ্চিম সোভান, ধানুয়াসহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেন তিনি।
মোহাম্মদ শামছুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জনপ্রিয়তা যাচাই করতে নৌকার পাশাপাশি ঈগল দিয়ে মাঠে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা সকলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ঈগলের জয় নিশ্চিত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। গত পাঁচ বছরে এই উপজেলা মাদক, প্রতিনিধি লীগ এবং দলের নেতা-কর্মীরা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। এসব থেকে মুক্ত হতেই নারী-পুরুষ সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি কারও বিরুদ্ধে কোনো কথা না বললেও আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। আমি সংসদ সদস্য থাকাকালীন নাকি অন্য দলের নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছি। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমি কোনো মামলা দিইনি এবং এর সঙ্গে জড়িত নই।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সদস্য কামাল মিজি, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী প্রমুখ।
খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এ মহাসমাবেশ হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাল শনিবার ভোর ৫টা থেকে পরদিন
২৭ মিনিট আগেপুলিশ জানায়, রংপুরের পীরগাছা সাতদরগা এলাকার বাসিন্দা মোতালেব হোসেন পরিবার নিয়ে ঢাকায় ছিলেন। গ্রামে বসবাসের জন্য স্ত্রী, সন্তান, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে ঘরের আসবাবপত্রসহ পিকআপ ভ্যানযোগে ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে রওনা দেন মোতালেব। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দমদমা...
২৯ মিনিট আগেনিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ন
৩৬ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১ ঘণ্টা আগে