Ajker Patrika

গৌরনদীতে পিকআপ ভ্যানচাপায় কলেজছাত্র নিহত, আহত ২ বন্ধু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলায় পিকআপ ভ্যানচাপায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় তাঁর বন্ধু আহত হন। আজ শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তালহা ঝালকাঠিতে কর্মরত পুলিশ কনস্টেবল আজাদ ব্যাপারীর একমাত্র ছেলে। তাঁদের বাড়ি গৌরনদী উপজেলার বার্থী গ্রামে। তালহা এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, তালহা তাঁর দুই বন্ধু গোমস্তা (২৬) ও শাহীন মালের (১৮) সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তালহা প্রাণ হারান। তাঁর দুই বন্ধু গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমিনুর রহমান জানান, পিকআপ ভ্যান ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হাইওয়ে থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত