ল-র-ব-য-হ ডেস্ক
রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেন, অস্ট্রেলিয়ার পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোরও রানি। অগাধ ক্ষমতা তাঁর হাতের মুঠোয়।
ইংল্যান্ডে সরকার গঠনের ক্ষমতা শুধু রানির। আছে নাইটস এবং লর্ড নির্বাচিত করার ক্ষমতা। তাঁর অনুমতি ছাড়া পাশ হয় না ব্রিটেনের কোন আইন। সাংবিধানিক সংকটে 'ভেটো' দিতে পারেন মন্ত্রিসভার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সরকারকে বরখাস্ত করতে পারেন নিমেষেই। চার্চ অফ ইংল্যান্ডের প্রধান রানিও তিনিই।
বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে পাসপোর্ট ছাড়াই যেতে পারেন যে কোন দেশে। অবশ্য তাঁর কোন পাসপোর্ট নেইও। যার পক্ষ থেকে ব্রিটেনের সবার পাসপোর্ট ইস্যু হয় তাঁর আবার পাসপোর্ট দিয়ে কী হবে? আর তিনি তো বিশেষ ফ্লাইট ছাড়া ভ্রমণও করেন না। একই ভাবে গাড়ি চালাতেও তাঁর কোন লাইসেন্স লাগে না।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে বিরাট শোরগোল হলেও রানির দুই জন্মদিন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। ২১ এপ্রিল পরিবারের সদস্যদের নিয়ে বাসায় নিজের জন্মতারিখ পালন করেন রানি। আর তাঁর অফিশিয়াল জন্মদিন পালিত হয় জুনের কোন এক শনিবারে।
পোষা প্রাণীর প্রতিও রয়েছে রানির বিশেষ অনুরাগ। ব্রিটেনের জলাশয়ে যত ডলফিন, টেমস নদীতে যত হাঁস; সবগুলোর মালিকই রানি। তাঁকে নিয়ে কবিতা লেখার জন্য কবি নিয়োজিত থাকা নিয়ে মেলে রানির সাহিত্য রসবোধের প্রমাণও।
রানির নিজস্ব এটিএম মেশিন আছে। তাঁর অনুমতি ছাড়া কেউ এটি ব্যবহার করতে পারে না। তাঁকে কোন কর দিতে হয় না। কোন অপরাধ করলেও তাঁকে বিচারের মুখোমুখি করার সক্ষমতা নেই কোন আদালতের। তাই বলে তিনি কিন্তু যা ইচ্ছে তাই করেন না। নিজের কিংবা পারিবারিক বিষয়ে কোন তথ্য প্রকাশেও তিনি বাধ্য নন।
রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেন, অস্ট্রেলিয়ার পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোরও রানি। অগাধ ক্ষমতা তাঁর হাতের মুঠোয়।
ইংল্যান্ডে সরকার গঠনের ক্ষমতা শুধু রানির। আছে নাইটস এবং লর্ড নির্বাচিত করার ক্ষমতা। তাঁর অনুমতি ছাড়া পাশ হয় না ব্রিটেনের কোন আইন। সাংবিধানিক সংকটে 'ভেটো' দিতে পারেন মন্ত্রিসভার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সরকারকে বরখাস্ত করতে পারেন নিমেষেই। চার্চ অফ ইংল্যান্ডের প্রধান রানিও তিনিই।
বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে পাসপোর্ট ছাড়াই যেতে পারেন যে কোন দেশে। অবশ্য তাঁর কোন পাসপোর্ট নেইও। যার পক্ষ থেকে ব্রিটেনের সবার পাসপোর্ট ইস্যু হয় তাঁর আবার পাসপোর্ট দিয়ে কী হবে? আর তিনি তো বিশেষ ফ্লাইট ছাড়া ভ্রমণও করেন না। একই ভাবে গাড়ি চালাতেও তাঁর কোন লাইসেন্স লাগে না।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে বিরাট শোরগোল হলেও রানির দুই জন্মদিন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। ২১ এপ্রিল পরিবারের সদস্যদের নিয়ে বাসায় নিজের জন্মতারিখ পালন করেন রানি। আর তাঁর অফিশিয়াল জন্মদিন পালিত হয় জুনের কোন এক শনিবারে।
পোষা প্রাণীর প্রতিও রয়েছে রানির বিশেষ অনুরাগ। ব্রিটেনের জলাশয়ে যত ডলফিন, টেমস নদীতে যত হাঁস; সবগুলোর মালিকই রানি। তাঁকে নিয়ে কবিতা লেখার জন্য কবি নিয়োজিত থাকা নিয়ে মেলে রানির সাহিত্য রসবোধের প্রমাণও।
রানির নিজস্ব এটিএম মেশিন আছে। তাঁর অনুমতি ছাড়া কেউ এটি ব্যবহার করতে পারে না। তাঁকে কোন কর দিতে হয় না। কোন অপরাধ করলেও তাঁকে বিচারের মুখোমুখি করার সক্ষমতা নেই কোন আদালতের। তাই বলে তিনি কিন্তু যা ইচ্ছে তাই করেন না। নিজের কিংবা পারিবারিক বিষয়ে কোন তথ্য প্রকাশেও তিনি বাধ্য নন।
ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক স্বামীর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁর স্ত্রী নাসিমুন প্রতিরাতে সাপের রূপ ধারণ করে এবং তাঁকে কামড়ানোর চেষ্টা করে। অদ্ভুত এই অভিযোগে রীতিমতো হতবাক স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ...
১৮ ঘণ্টা আগেদক্ষিণ-পূর্ব চীনে এক নারী দুর্ঘটনাক্রমে সাপ ও মশাভর্তি পরিত্যক্ত কূপে পড়ে যান। এরপর, সেখানেই ৫৪ ঘণ্টা ধরে বেঁচে থাকার লড়াই চালান। অবশেষে তাঁকে উদ্ধার হয়। এই পুরো সময়ে তিনি ক্লান্তি, মশা ও পানিতে থাকা সাপের কামড়ের সঙ্গে লড়েছেন।
৭ দিন আগেবাংলাদেশে চুল-দাঁড়ি বা হাতের নখ বড় হলে রাস্তা-ঘাটেই কেটে দেওয়া হচ্ছে। এরই মধ্যে ভিয়েতনামের ‘নাম দিন’ প্রদেশের শিল্পী লু কং হুয়েন ৩৪ বছর ধরে নখ না কেটে গিনেস রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। বিশ্বের পুরুষদের মধ্যে দুই হাতে সবচেয়ে লম্বা নখের মালিক এখন তিনি।
১০ দিন আগেচীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
১৪ দিন আগে