Ajker Patrika

রানির এত ক্ষমতা!

ল-র-ব-য-হ ডেস্ক
রানির এত ক্ষমতা!

রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেন, অস্ট্রেলিয়ার পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোরও রানি। অগাধ ক্ষমতা তাঁর হাতের মুঠোয়। 

ইংল্যান্ডে সরকার গঠনের ক্ষমতা শুধু রানির। আছে নাইটস এবং লর্ড নির্বাচিত করার ক্ষমতা। তাঁর অনুমতি ছাড়া পাশ হয় না ব্রিটেনের কোন আইন। সাংবিধানিক সংকটে 'ভেটো' দিতে পারেন মন্ত্রিসভার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সরকারকে বরখাস্ত করতে পারেন নিমেষেই। চার্চ অফ ইংল্যান্ডের প্রধান রানিও তিনিই। 

বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে পাসপোর্ট ছাড়াই যেতে পারেন যে কোন দেশে। অবশ্য তাঁর কোন পাসপোর্ট নেইও। যার পক্ষ থেকে ব্রিটেনের সবার পাসপোর্ট ইস্যু হয় তাঁর আবার পাসপোর্ট দিয়ে কী হবে? আর তিনি তো বিশেষ ফ্লাইট ছাড়া ভ্রমণও করেন না। একই ভাবে গাড়ি চালাতেও তাঁর কোন লাইসেন্স লাগে না। 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে বিরাট শোরগোল হলেও রানির দুই জন্মদিন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। ২১ এপ্রিল পরিবারের সদস্যদের নিয়ে বাসায় নিজের জন্মতারিখ পালন করেন রানি। আর তাঁর অফিশিয়াল জন্মদিন পালিত হয় জুনের কোন এক শনিবারে। 

পোষা প্রাণীর প্রতিও রয়েছে রানির বিশেষ অনুরাগ। ব্রিটেনের জলাশয়ে যত ডলফিন, টেমস নদীতে যত হাঁস; সবগুলোর মালিকই রানি। তাঁকে নিয়ে কবিতা লেখার জন্য কবি নিয়োজিত থাকা নিয়ে মেলে রানির সাহিত্য রসবোধের প্রমাণও। 

রানির নিজস্ব এটিএম মেশিন আছে। তাঁর অনুমতি ছাড়া কেউ এটি ব্যবহার করতে পারে না। তাঁকে কোন কর দিতে হয় না। কোন অপরাধ করলেও তাঁকে বিচারের মুখোমুখি করার সক্ষমতা নেই কোন আদালতের। তাই বলে তিনি কিন্তু যা ইচ্ছে তাই করেন না। নিজের কিংবা পারিবারিক বিষয়ে কোন তথ্য প্রকাশেও তিনি বাধ্য নন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত