ধরুন একটি অট্টালিকার ওপরের দিকের কোনো একটি তলায় থাকেন। সকালে ঘুম ভেঙে গেল গরুর হাম্বা হাম্বা ডাকে। সেই সঙ্গে তাজা গোবরের গন্ধে টেকা দায়। এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় চীনের সিচুয়ান প্রদেশের একটি দালানের বাসিন্দাদের। তাঁরা এক সকালে হঠাৎ করেই আবিষ্কার করলেন অট্টালিকাটির পাঁচ তলায় নতুন ওঠা এক পরিবার তার ঘরের বারান্দাটিতেই গবাদিপশু পালা শুরু করেছে।
ওই কৃষক আগে গ্রামে থাকতেন। শহরে নতুন আসেন তিনি পরিবার নিয়ে। সঙ্গে করে নিয়ে আসেন তাঁর সাতটি বাছুর। আর এগুলোকে তোলেন একেবারে পাঁচ তলার যে ফ্ল্যাটটিতে উঠেছেন, সেটার বারান্দায়। দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের এই আবাসিক ভবনের পঞ্চম তলার বারান্দায় গরুর বাচ্চা বা বাছুরগুলোর খাবার খাওয়ার ভিডিও দেখা যায় ডুইনে। টিকটকের এই চীনা সংস্করণে অন্তত ৪০ লাখ বার দেখা হয় ভিডিওটি।
আবাসিক এলাকাটির একজন বাসিন্দা জানান, গবাদিপশুগুলো কেবল এক দিনই ওই ভবনে থাকতে পেরেছিল। তার পরই এদের ডাক আর গোবরের গন্ধে বিরক্ত বাসিন্দারা আবাসন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পশুগুলোর ভবনে আনার পরদিন, অর্থাৎ ১৪ জুলাই শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এগুলোকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।
তবে ভিডিওটা যাঁরা দেখেন, তাঁদের বেশির ভাগের মন্তব্য রসাত্মক হলেও কেউ কেউ ভিন্ন একটা বিষয়ও নজরে আনেন। তাঁরা বলেন, এখানকার আবাসিক ভবনগুলোর কোনো কোনো বাসিন্দা জীবনের আগের গোটা সময়টাই গ্রামে কাটিয়েছেন। কাজেই সবজি চাষ কিংবা পশু পালনের বিষয়টাই তাঁদের জানা আছে।
যেমন একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এসব মানুষ গ্রামে তাঁদের জীবনটা কাটিয়েছেন। তাঁরা নিজেদের উঠানে হাঁস-মুরগি পালা বা সবজি চাষ করার বিষয়টির সঙ্গেই অভ্যস্ত।
ওই দালানের বাসিন্দারা জানান, বাছুরগুলোর ওজন ছিল ১০ থেকে ২০ কেজি। মজার ঘটনা, বাছুরগুলো সরিয়ে নেওয়ার পরও আবাসিক এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী ও কর্তৃপক্ষকে কড়া নজর রাখতে হয়। কারণ পশুগুলোর মালিক আবার এগুলোকে লুকিয়ে ফ্ল্যাটে আনার চেষ্টা করছিলেন।
ভিডি দেখা ডুইন ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করেন। একজন যেমন বলেন, ‘আমার মনে হয় পশুগুলো কখনো ভাবেনি এমন একটি অট্টালিকায় থাকবে তারা।’
‘হতভাগা বাছুরগুলো, ছোট্ট একটা বারান্দায় গাদাগাদি করে থাকতে হয়েছে এদের।’ আরেকজন বলেন। অপর একজন আবার মজা করে লেখেন, ‘যাক, এটা অন্তত প্রমাণ হলো, দালানটি বেশ শক্তপোক্ত।’
অবশ্য এই আবাসিক এলাকায় এমন ঘটনা একেবারে নতুন নয়। গত জানুয়ারিতে এখানকার কিছু বাসিন্দা অভিযোগ করেন, এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের অনেকেই নিজেদের ফ্ল্যাটে মুরগি পালছেন। এগুলোর শব্দে তাঁদের সমস্যা হচ্ছে।
এ ধরনের ঘটনা চীনের অন্য এলাকায়ও ঘটেছে। গত ১৫ জুলাই উত্তর চীনের হেইলংজিয়াং প্রদেশের এক নারী অভিযোগ করেন, বয়স্ক এক প্রতিবেশী তাঁর পশুপালনের অভ্যাস অট্টালিকায় থেকেও ছাড়তে পারেননি। গন্ধে তাঁর এক বছরের শিশুটির ক্ষতি হতে পারে আশঙ্কা করে বাসা বদলাতে বাধ্য হন তিনি।
সূত্র: অডিটি সেন্ট্রাল, সাউথ চায়না মর্নিং পোস্ট
ধরুন একটি অট্টালিকার ওপরের দিকের কোনো একটি তলায় থাকেন। সকালে ঘুম ভেঙে গেল গরুর হাম্বা হাম্বা ডাকে। সেই সঙ্গে তাজা গোবরের গন্ধে টেকা দায়। এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় চীনের সিচুয়ান প্রদেশের একটি দালানের বাসিন্দাদের। তাঁরা এক সকালে হঠাৎ করেই আবিষ্কার করলেন অট্টালিকাটির পাঁচ তলায় নতুন ওঠা এক পরিবার তার ঘরের বারান্দাটিতেই গবাদিপশু পালা শুরু করেছে।
ওই কৃষক আগে গ্রামে থাকতেন। শহরে নতুন আসেন তিনি পরিবার নিয়ে। সঙ্গে করে নিয়ে আসেন তাঁর সাতটি বাছুর। আর এগুলোকে তোলেন একেবারে পাঁচ তলার যে ফ্ল্যাটটিতে উঠেছেন, সেটার বারান্দায়। দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের এই আবাসিক ভবনের পঞ্চম তলার বারান্দায় গরুর বাচ্চা বা বাছুরগুলোর খাবার খাওয়ার ভিডিও দেখা যায় ডুইনে। টিকটকের এই চীনা সংস্করণে অন্তত ৪০ লাখ বার দেখা হয় ভিডিওটি।
আবাসিক এলাকাটির একজন বাসিন্দা জানান, গবাদিপশুগুলো কেবল এক দিনই ওই ভবনে থাকতে পেরেছিল। তার পরই এদের ডাক আর গোবরের গন্ধে বিরক্ত বাসিন্দারা আবাসন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পশুগুলোর ভবনে আনার পরদিন, অর্থাৎ ১৪ জুলাই শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এগুলোকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।
তবে ভিডিওটা যাঁরা দেখেন, তাঁদের বেশির ভাগের মন্তব্য রসাত্মক হলেও কেউ কেউ ভিন্ন একটা বিষয়ও নজরে আনেন। তাঁরা বলেন, এখানকার আবাসিক ভবনগুলোর কোনো কোনো বাসিন্দা জীবনের আগের গোটা সময়টাই গ্রামে কাটিয়েছেন। কাজেই সবজি চাষ কিংবা পশু পালনের বিষয়টাই তাঁদের জানা আছে।
যেমন একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এসব মানুষ গ্রামে তাঁদের জীবনটা কাটিয়েছেন। তাঁরা নিজেদের উঠানে হাঁস-মুরগি পালা বা সবজি চাষ করার বিষয়টির সঙ্গেই অভ্যস্ত।
ওই দালানের বাসিন্দারা জানান, বাছুরগুলোর ওজন ছিল ১০ থেকে ২০ কেজি। মজার ঘটনা, বাছুরগুলো সরিয়ে নেওয়ার পরও আবাসিক এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী ও কর্তৃপক্ষকে কড়া নজর রাখতে হয়। কারণ পশুগুলোর মালিক আবার এগুলোকে লুকিয়ে ফ্ল্যাটে আনার চেষ্টা করছিলেন।
ভিডি দেখা ডুইন ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করেন। একজন যেমন বলেন, ‘আমার মনে হয় পশুগুলো কখনো ভাবেনি এমন একটি অট্টালিকায় থাকবে তারা।’
‘হতভাগা বাছুরগুলো, ছোট্ট একটা বারান্দায় গাদাগাদি করে থাকতে হয়েছে এদের।’ আরেকজন বলেন। অপর একজন আবার মজা করে লেখেন, ‘যাক, এটা অন্তত প্রমাণ হলো, দালানটি বেশ শক্তপোক্ত।’
অবশ্য এই আবাসিক এলাকায় এমন ঘটনা একেবারে নতুন নয়। গত জানুয়ারিতে এখানকার কিছু বাসিন্দা অভিযোগ করেন, এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের অনেকেই নিজেদের ফ্ল্যাটে মুরগি পালছেন। এগুলোর শব্দে তাঁদের সমস্যা হচ্ছে।
এ ধরনের ঘটনা চীনের অন্য এলাকায়ও ঘটেছে। গত ১৫ জুলাই উত্তর চীনের হেইলংজিয়াং প্রদেশের এক নারী অভিযোগ করেন, বয়স্ক এক প্রতিবেশী তাঁর পশুপালনের অভ্যাস অট্টালিকায় থেকেও ছাড়তে পারেননি। গন্ধে তাঁর এক বছরের শিশুটির ক্ষতি হতে পারে আশঙ্কা করে বাসা বদলাতে বাধ্য হন তিনি।
সূত্র: অডিটি সেন্ট্রাল, সাউথ চায়না মর্নিং পোস্ট
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
৩ দিন আগে