করোনার বিধিনিষেধ কাগজে আছে, কাজে নেই
ফরিদুর রহমান নামের এক ব্যাংক কর্মকর্তা প্রতিদিন মাতুয়াইল থেকে বাসে করে গুলিস্তানে তাঁর কর্মস্থলে আসেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, কিছু কিছু সিটিংস সার্ভিস বাস এখনো এক সিট ফাঁকা রেখে চলছে। এক সিট ফাঁকা রাখলেও ওই বাসেই ১০-১২ জন করে যাত্রীকে দাঁড় করিয়ে নেওয়া হচ্ছে। ফলে সামাজিক দূরত্ব মানা যাচ্ছে না, উল