Ajker Patrika

স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করায় ৩ লঞ্চ মালিককে জরিমানা

প্রতিনিধি
স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করায় ৩ লঞ্চ মালিককে জরিমানা

জাজিরা (শরীয়তপুর): স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে শরীয়তপুরে ৩টি যাত্রীবাহী লঞ্চের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ জুন) জাজিরা উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। এ সময় ঘাটে চলাচলকারী অন্য সকল নৌযানকে স্বাস্থ্য বিধি মেনে চলতে সতর্ক করা হয়।

জাজিরা উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে মাঝির ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফোর ষ্টার শিপিং লাইনসকে ১৫ হাজার ও সার্বিক শিপিং লাইনস লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মাঝিরঘাট থেকে যাত্রী ওঠানো অবস্থায় বেপারী নেভিগেশন কোং লঞ্চকে আরও ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানা করা প্রত্যেকটি লঞ্চ স্বাস্থ্য বিধি ভঙ্গ করে ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিবহন করছিল। তবে ঘাটে অবৈধভাবে ১০টাকা হারে ইজারা আদায়ের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

অভিযানের বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, স্বাস্থ্য বিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় জাজিরা মঙ্গলমাঝির ঘাটে ৩ টি লঞ্চকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সতর্কতা মূলকভাবে এই জরিমানা করা হলো। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত