চট্টগ্রামে ঈদের বাজারে প্রশাসনের অভিযান, মামলা ১৮
করোনা সংক্রমণ রোধে ঈদের বাজারে স্বাস্থ্যবিধি কঠোরভাবে নজরদারি করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গত শুক্রবার ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের খুলশী, বায়েজিদ, কোতোয়ালি, সদরঘাট, হালিশহর, চকবাজার, বাকলিয়াসহ বিভিন্ন স্থানে ঈদের বাজারে স্বাস্থ্যবিধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।