প্রতিনিধি
ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি হয়েছে। আজ রোববার বেলা ১১টা থেকে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে একত্র হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী যোগ দেন।
হল-শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রশাসনের কোনো তদারকি না থাকায় আগামী মঙ্গলবার বেলা ১২টার সময়ে রাজু ভাস্কর্য থেকে শাহবাগের উদ্দেশ্য প্রশাসনের প্রতীকী লাশের খাটিয়া মিছিল করার ঘোষণা দেন 'হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও' আন্দোলনের আহ্বায়ক আসিফ মাহমুদ।
ছাত্র-শিক্ষক সমাবেশ অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, অফিস আদালত খোলা আছে, গার্মেন্টস খোলা আছে, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা আছে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন?
আসিফ নজরুল আরও বলেন, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ছেলেমেয়েরা বিদেশে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে। শিক্ষার ক্ষেত্রে তাদের কোন ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারের সন্তানদের। আর এ সরকারের কাছে শিক্ষা নয় বরং শাসন-ই জাতির মেরুদণ্ড। শাসন নীতি পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন তারা সবকিছু খুলে দিয়েছে কিন্তু তারা ভয় পায় শিক্ষা আর রাজনীতি কে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে ছাত্র অধিকারের নেতা আখতার হোসেন কে কখনো গ্রেপ্তারের সাহস করত না। সরকার প্রতিবাদের আশঙ্কা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না।
''শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো ধরনের চাপ আসছে না। বরং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বেশি মেসেজ আসছে" শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের দিকে ইঙ্গিত করে আসিফ নজরুল বলেন, আপনি (শিক্ষামন্ত্রী) চাপ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন। আর চাপ না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন না! এটা হতে পারে না। শিক্ষা হলে আমাদের মৌলিক অধিকার। এই শিক্ষা হলো আমাদের জাতির মেরুদণ্ড।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আবু মূসা মো. আরিফ বিল্লাহ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাটা সরকারের ব্যর্থতা। সরকার যদি জাতির মেরুদণ্ড শিক্ষাকে ধ্বংস করে, আমরা বসে থাকব না। শিক্ষার্থীরা আজকে হতাশ। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আজ ভূলুণ্ঠিত।’
অর্থনীতি বিভাগের ছাত্র সাদিক মাহবুব ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা না করে উপাচার্য এখনো কীভাবে সুস্থ আছেন, এই প্রশ্ন আমাদের করা দরকার। শিক্ষার্থীদের সমস্যার দায়ভার প্রশাসনকে নিতে হবে। কারণ, আমাদের ক্লাস-পরীক্ষা ঠিকমতো নেওয়াটা তাঁদেরই দায়িত্ব। অথচ তাঁদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেই।’
ছাত্র-শিক্ষক সমাবেশে 'হল-শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও' আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ, অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন, অর্থনীতি বিভাগের সাদিক মাহবুব ইসলাম, আরবি বিভাগের ইবরাহিম নাফিস, ইংরেজি বিভাগের শাহ মো. সাগর ও ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সাদি প্রমুখ।
ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি হয়েছে। আজ রোববার বেলা ১১টা থেকে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে একত্র হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী যোগ দেন।
হল-শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রশাসনের কোনো তদারকি না থাকায় আগামী মঙ্গলবার বেলা ১২টার সময়ে রাজু ভাস্কর্য থেকে শাহবাগের উদ্দেশ্য প্রশাসনের প্রতীকী লাশের খাটিয়া মিছিল করার ঘোষণা দেন 'হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও' আন্দোলনের আহ্বায়ক আসিফ মাহমুদ।
ছাত্র-শিক্ষক সমাবেশ অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, অফিস আদালত খোলা আছে, গার্মেন্টস খোলা আছে, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা আছে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন?
আসিফ নজরুল আরও বলেন, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ছেলেমেয়েরা বিদেশে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে। শিক্ষার ক্ষেত্রে তাদের কোন ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারের সন্তানদের। আর এ সরকারের কাছে শিক্ষা নয় বরং শাসন-ই জাতির মেরুদণ্ড। শাসন নীতি পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন তারা সবকিছু খুলে দিয়েছে কিন্তু তারা ভয় পায় শিক্ষা আর রাজনীতি কে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে ছাত্র অধিকারের নেতা আখতার হোসেন কে কখনো গ্রেপ্তারের সাহস করত না। সরকার প্রতিবাদের আশঙ্কা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না।
''শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো ধরনের চাপ আসছে না। বরং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বেশি মেসেজ আসছে" শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের দিকে ইঙ্গিত করে আসিফ নজরুল বলেন, আপনি (শিক্ষামন্ত্রী) চাপ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন। আর চাপ না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন না! এটা হতে পারে না। শিক্ষা হলে আমাদের মৌলিক অধিকার। এই শিক্ষা হলো আমাদের জাতির মেরুদণ্ড।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আবু মূসা মো. আরিফ বিল্লাহ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাটা সরকারের ব্যর্থতা। সরকার যদি জাতির মেরুদণ্ড শিক্ষাকে ধ্বংস করে, আমরা বসে থাকব না। শিক্ষার্থীরা আজকে হতাশ। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আজ ভূলুণ্ঠিত।’
অর্থনীতি বিভাগের ছাত্র সাদিক মাহবুব ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা না করে উপাচার্য এখনো কীভাবে সুস্থ আছেন, এই প্রশ্ন আমাদের করা দরকার। শিক্ষার্থীদের সমস্যার দায়ভার প্রশাসনকে নিতে হবে। কারণ, আমাদের ক্লাস-পরীক্ষা ঠিকমতো নেওয়াটা তাঁদেরই দায়িত্ব। অথচ তাঁদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেই।’
ছাত্র-শিক্ষক সমাবেশে 'হল-শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও' আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ, অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন, অর্থনীতি বিভাগের সাদিক মাহবুব ইসলাম, আরবি বিভাগের ইবরাহিম নাফিস, ইংরেজি বিভাগের শাহ মো. সাগর ও ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সাদি প্রমুখ।
থাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৯ ঘণ্টা আগেবর্তমান যুগ প্রযুক্তি ও জ্ঞানের যুগ। একাডেমিক ডিগ্রি যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনে টিকে থাকতে ততটাই প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন এখন সময়ের চাহিদা। এ পরিস্থিতিতে চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হচ্ছে।
৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগে