প্রতিনিধি
শেরপুর: শেরপুরে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। চলতি মাসের প্রথম ১০ দিনেই জেলায় আক্রান্ত হয়েছেন ৮০ জন। এতে পরিস্থিতি খারাপের দিকে গেলেও অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না।
এদিকে গত মে মাসে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৬৮ হলেও চলতি মাসের ১০ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। গতকাল বৃহস্পতিবার জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৫১ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭২২ জন। আর ১৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় ১১১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৭৪০ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৭০৬ জনের।
এ ছাড়া জেলায় মোট টিকা নিয়েছেন ৫৫ হাজার ৩৯১ জন। এর মধ্যে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৩৩ হাজার ৬৬০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন।
এদিকে শেরপুরে এবার করোনায় আক্রান্ত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির রোমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও নবগঠিত সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত।
জানা যায়, শহরের মীরগঞ্জ এলাকার বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গেলে গত ৭ জুন রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে গিয়ে ভর্তি হন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির রোমান। পরে সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে অবস্থানরত জেলা পরিষদ চেয়ারম্যানের খালাতো ভাই ইউসূফ আলী রবিন জানান, বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন। তবে এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনও করোনা পজিটিভ। তিনি বর্তমানে ঢাকার উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন। তাঁর জ্বর ও মাথা ব্যথা থাকলেও বড় কোনো সমস্যা নেই।
এ ছাড়া শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত কয়েক দিন যাবৎ করোনা উপসর্গে ভুগছিলেন। ওই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় তারও করোনা শনাক্ত হয়।
করোনা বিষয়ে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ জানান, জেলায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে শেরপুর ইয়েলো জোন ছাড়িয়ে অরেঞ্জ জোনে রয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই জেলা রেড জোনে পড়ে যেতে পারে। এ জন্য তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।
শেরপুর: শেরপুরে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। চলতি মাসের প্রথম ১০ দিনেই জেলায় আক্রান্ত হয়েছেন ৮০ জন। এতে পরিস্থিতি খারাপের দিকে গেলেও অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না।
এদিকে গত মে মাসে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৬৮ হলেও চলতি মাসের ১০ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। গতকাল বৃহস্পতিবার জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৫১ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭২২ জন। আর ১৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় ১১১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৭৪০ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৭০৬ জনের।
এ ছাড়া জেলায় মোট টিকা নিয়েছেন ৫৫ হাজার ৩৯১ জন। এর মধ্যে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৩৩ হাজার ৬৬০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন।
এদিকে শেরপুরে এবার করোনায় আক্রান্ত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির রোমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও নবগঠিত সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত।
জানা যায়, শহরের মীরগঞ্জ এলাকার বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গেলে গত ৭ জুন রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে গিয়ে ভর্তি হন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির রোমান। পরে সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতালে অবস্থানরত জেলা পরিষদ চেয়ারম্যানের খালাতো ভাই ইউসূফ আলী রবিন জানান, বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন। তবে এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনও করোনা পজিটিভ। তিনি বর্তমানে ঢাকার উত্তরার বাসায় আইসোলেশনে রয়েছেন। তাঁর জ্বর ও মাথা ব্যথা থাকলেও বড় কোনো সমস্যা নেই।
এ ছাড়া শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত কয়েক দিন যাবৎ করোনা উপসর্গে ভুগছিলেন। ওই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নমুনা পরীক্ষায় তারও করোনা শনাক্ত হয়।
করোনা বিষয়ে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ জানান, জেলায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে শেরপুর ইয়েলো জোন ছাড়িয়ে অরেঞ্জ জোনে রয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই জেলা রেড জোনে পড়ে যেতে পারে। এ জন্য তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৯ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
১৭ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
২৩ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে