নিজস্ব প্রতিবেদক
ঢাকা: গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে গত শুক্রবার থেকে অভিযান শুরু করেছে পরিবহন মালিক সমিতি। এর ধারাবাহিকতায় আজ সকাল থেকে আবারও অভিযানে নেমেছেন তাঁরা। কোন অবস্থাতেই গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করতে দেওয়া হচ্ছে না।
পরিবহন মালিকদের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে অভিযানের নামে। এ সময় সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেটগামী সব গণপরিবহনেকে থামিয়ে চেক করা হয়। যেসব বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে তাঁদের নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নেওয়ার দায়ে বাসের ড্রাইভার এবং হেলপারকে সতর্ক করা হচ্ছে।
রাজধানীর গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চলছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ অভিযানের বিষয়ে ঢাকা পরিবহন মালিক সমিতির প্রচার সম্পাদক মো. মহারাজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাসে স্বাস্থ্যবিধি না মানার ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। কঠোর অবস্থানে রয়েছি আমরা। যেসব বাস অতিরিক্ত যাত্রী বহন করছে তাঁদের বিরুদ্ধে বিআরটিএ ম্যাজিস্ট্রেটরা মামলা দিচ্ছেন। পাশাপাশি আমরা যাত্রীদেরও সচেতন করছি। অতিরিক্ত যাত্রী না হওয়ার জন্য। অনেক যাত্রী মাস্ক ছাড়া বাসে উঠেছেন। যেসব বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে তাঁদের নামিয়ে নিয়ে পরবর্তীতে অন্য বাসে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু কোন অবস্থায় বাসে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হচ্ছে না।
পরিবহন মালিকদের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ম্যাজিস্ট্রেট এ অভিযানে উপস্থিত ছিলেন। যেসব গণপরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। তাঁদের জরিমানার আওতায় আনা হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা যায়, গত মে মাসে সারা দেশে ২০১টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিআরটিএ। মামলা হয়েছে ১ হাজার ৯৭টি। জরিমানা আদায় হয়েছে এক লাখ ২৮ হাজার ৪৫০ টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ১৭ জনকে। গাড়ি ডাম্পিং করা হয়েছে তিনটি।
দ্বিতীয় দফা করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকার পর পরিবহন মালিকদের চাপে সরকার গত ২৪মে থেকে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেয়।
ঢাকা: গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে গত শুক্রবার থেকে অভিযান শুরু করেছে পরিবহন মালিক সমিতি। এর ধারাবাহিকতায় আজ সকাল থেকে আবারও অভিযানে নেমেছেন তাঁরা। কোন অবস্থাতেই গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করতে দেওয়া হচ্ছে না।
পরিবহন মালিকদের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে অভিযানের নামে। এ সময় সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেটগামী সব গণপরিবহনেকে থামিয়ে চেক করা হয়। যেসব বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে তাঁদের নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নেওয়ার দায়ে বাসের ড্রাইভার এবং হেলপারকে সতর্ক করা হচ্ছে।
রাজধানীর গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চলছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ অভিযানের বিষয়ে ঢাকা পরিবহন মালিক সমিতির প্রচার সম্পাদক মো. মহারাজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাসে স্বাস্থ্যবিধি না মানার ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। কঠোর অবস্থানে রয়েছি আমরা। যেসব বাস অতিরিক্ত যাত্রী বহন করছে তাঁদের বিরুদ্ধে বিআরটিএ ম্যাজিস্ট্রেটরা মামলা দিচ্ছেন। পাশাপাশি আমরা যাত্রীদেরও সচেতন করছি। অতিরিক্ত যাত্রী না হওয়ার জন্য। অনেক যাত্রী মাস্ক ছাড়া বাসে উঠেছেন। যেসব বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে তাঁদের নামিয়ে নিয়ে পরবর্তীতে অন্য বাসে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু কোন অবস্থায় বাসে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হচ্ছে না।
পরিবহন মালিকদের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ম্যাজিস্ট্রেট এ অভিযানে উপস্থিত ছিলেন। যেসব গণপরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। তাঁদের জরিমানার আওতায় আনা হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা যায়, গত মে মাসে সারা দেশে ২০১টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিআরটিএ। মামলা হয়েছে ১ হাজার ৯৭টি। জরিমানা আদায় হয়েছে এক লাখ ২৮ হাজার ৪৫০ টাকা। কারাদণ্ড দেওয়া হয়েছে ১৭ জনকে। গাড়ি ডাম্পিং করা হয়েছে তিনটি।
দ্বিতীয় দফা করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকার পর পরিবহন মালিকদের চাপে সরকার গত ২৪মে থেকে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেয়।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৬৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে।
১০ ঘণ্টা আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১০ ঘণ্টা আগে১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা যদি দরকার হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।
১২ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক আলোচনায় তিনি বিশেষ আলোচক হিসেবে এসব বক্তব্য দেন...
১৪ ঘণ্টা আগে