Ajker Patrika

২৪ মে থেকে লঞ্চ চালুর দাবি নৌযান মালিকদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২২ মে ২০২১, ১৫: ২৯
২৪ মে থেকে লঞ্চ চালুর দাবি নৌযান মালিকদের

ঢাকা: স্বাস্থ্যবিধি ও সরকারের সব নির্দেশনা মেনে আগামী ২৪ মে থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।

আজ শনিবার ঢাকার সদরঘাটে লঞ্চ মালিকদের সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল আজকের পত্রিকাকে বলেন, 'দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকার কারণে লঞ্চ মালিক ও শ্রমিকেরা মানবেতর দিন যাপন করছেন। সরকারের কাছে আমরা আবেদন করছি, সবার কথা বিবেচনা করে সীমিত পরিসরে যাত্রীবাহী লঞ্চ চালু করার। এবার ঈদে শ্রমিকদের আমরা বেতন-বোনাস দিতে পারিনি। তাই সরকারের কাছে দাবি জানাই শ্রমিকদের জন্য আলাদা করে প্রণোদনা দেওয়ার।'

সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্যে বলা হয়েছে, চলমান করোনা মহামারিতে দীর্ঘদিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে লঞ্চ মালিকরা। লঞ্চ ও দূরপাল্লার বাস ছাড়া সবকিছুই চলছে। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌ পথে চলাচল করছে।

এ অবস্থায় আগামী ২৪ মে থেকে সারা দেশে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও দাবি জানানো হয়, এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার ওপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ, বিআইডব্লিউটিএ-এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ, নৌ পরিবহন অধিদপ্তর এর ৬ মাসের সার্ভে ফি মওকুফ ও ব্যাংক লোনের ৬ মাসের সুদ মওকুফ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত