‘নেটওয়ার্ক’-এ ওরা চার
শান্ত-সবুজ লেকের বুক চিরে এগিয়ে যাচ্ছে একটি স্পিডবোট। তাতে বিভিন্ন ভঙ্গিতে বসে ও দাঁড়িয়ে চার তরুণ-তরুণী। সবাই চিন্তিত। মনে হচ্ছে, কিছু একটা ঘটতে চলেছে। সম্প্রতি এভাবেই ক্যামেরাবন্দি হলেন চার তরুণ অভিনয়শিল্পী— নিপা আহমেদ রিয়েলি, সাঞ্জু জন, সাইফ সাইফুল ও সাজ্জাদ হোসাইন। ‘নেটওয়ার্ক’ সিরিজে অভিনয় করছেন