Ajker Patrika

অঙ্কিতা-ভিকির বিয়ে ডিসেম্বরে

অঙ্কিতা-ভিকির বিয়ে ডিসেম্বরে

বিয়ে করছেন ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। বর্তমান প্রেমিক ভিকির সঙ্গে আগামী ডিসেম্বরে পবিত্র রিশতায় বাঁধা পড়তে চলেছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ভেঙে যাওয়া প্রেম, প্রাক্তন প্রেমিকের মর্মান্তিক মৃত্যু— সব নেগেটিভ ইমোশন পেরিয়ে ব্যক্তিগত জীবনকে নতুন করে গুছিয়ে নিচ্ছেন অঙ্কিতা। বন্ধু-বান্ধব ও আত্মীয় পরিজনদের জানানো হয়ে গেছে। আমন্ত্রণ পত্রও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আমন্ত্রিতদের কাছে।

জানা গেছে, আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য় দিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা ও ভিকি। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে হবে বিয়ের আসর।

অঙ্কিতার সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ভিকি জৈনের। প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েছিলেন অঙ্কিতা। ওই সময় অঙ্কিতা পাশে পেয়েছিলেন ভিকিকে।

কঠিন সময় পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছেন অঙ্কিতা। গুছিয়ে নিচ্ছেন নিজের জীবন। কিছুদিন আগে ইনস্টাগ্রামে এক লম্বা পোস্টে ভিকির উদ্দেশে অঙ্কিতা লিখেছিলেন, ‘ভিকি, কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। আমাকে সামলে রেখেছিলে। ভাল রেখেছিলে। তুমি পৃথিবীর সেরা প্রেমিক। তোমাকে খুবই ভালবাসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত