ল্যাব টেস্টে জানা গেল সেই বিরিয়ানিতে কুকুরের মাংস ছিল না
নমুনা দিয়ে আসলে এটি কুকুরের মাংস কি না তা জানতে চাওয়া হয়েছিল। তাই আমরা লিখিতভাবে শুধু সেই অংশই উল্লেখ করেছি। তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে সেটি বোভাইন বা তৃণভোজী প্রাণী যেমন— গরু, ছাগল, মহিষ কিংবা ভেড়ার মাংস।