সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে ৪ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৭৩) নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা-পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী চার শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার জয়নাল আবেদীনকে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার বিকেলে সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে আটক করা হয়। পরে ভুক্তভোগী এক পরিবারের মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার জয়নাল আবেদীন সাভার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেওগাঁ পশ্চিমপাড়া এলাকার মৃত জনাব আলী মুন্সীর ছেলে। তিনি ওই এলাকায় তাবিজ-কবচ বিক্রির নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।
পুলিশ বলছে, অভিযুক্ত কবিরাজ জয়নাল আবেদীনের নিজের নাতনিসহ ভুক্তভোগী ছয় শিশু একই মাদ্রাসায় লেখাপড়া করত। জয়নালের নাতনির সঙ্গে ভুক্তভোগী চার শিশুর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে প্রায় ১৫ দিন আগে জয়নালের নাতনির সঙ্গে তাদের বাড়িতে ঘুরতে যায় এক শিশু। এ সময় নাতনিকে কাজে পাঠিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে জয়নাল। পর দিন আবার ভুক্তভোগী শিশুকে বাসায় নিতে চাইলে সে আর যেতে রাজি হয়নি। পরে আরেক শিশু বান্ধবীকে নিয়ে বাসায় যায় জয়নালের নাতনি। এ দিনও একই কাজ করে জয়নাল। এভাবে চার শিশুকে ধর্ষণের চেষ্টা করে কবিরাজ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, অভিযুক্ত জয়নাল আবেদীনের বিরুদ্ধে একাধিক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়েছে।
সাভারে ৪ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৭৩) নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা-পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী চার শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার জয়নাল আবেদীনকে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার বিকেলে সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে আটক করা হয়। পরে ভুক্তভোগী এক পরিবারের মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার জয়নাল আবেদীন সাভার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেওগাঁ পশ্চিমপাড়া এলাকার মৃত জনাব আলী মুন্সীর ছেলে। তিনি ওই এলাকায় তাবিজ-কবচ বিক্রির নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।
পুলিশ বলছে, অভিযুক্ত কবিরাজ জয়নাল আবেদীনের নিজের নাতনিসহ ভুক্তভোগী ছয় শিশু একই মাদ্রাসায় লেখাপড়া করত। জয়নালের নাতনির সঙ্গে ভুক্তভোগী চার শিশুর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে প্রায় ১৫ দিন আগে জয়নালের নাতনির সঙ্গে তাদের বাড়িতে ঘুরতে যায় এক শিশু। এ সময় নাতনিকে কাজে পাঠিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে জয়নাল। পর দিন আবার ভুক্তভোগী শিশুকে বাসায় নিতে চাইলে সে আর যেতে রাজি হয়নি। পরে আরেক শিশু বান্ধবীকে নিয়ে বাসায় যায় জয়নালের নাতনি। এ দিনও একই কাজ করে জয়নাল। এভাবে চার শিশুকে ধর্ষণের চেষ্টা করে কবিরাজ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, অভিযুক্ত জয়নাল আবেদীনের বিরুদ্ধে একাধিক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছয়টি ফুটওভার ব্রিজ বা পদচারী-সেতু সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। রাতে যাতায়াতের জন্য সেতুগুলোতে নেই কোনো বাতির ব্যবস্থা। ফলে আঁধারের মধ্যেই সেখান দিয়ে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অপর পাশে যেতে হচ্ছে পথচারীদের।
৫ মিনিট আগেভাঙন রোধে করা হয়েছিল নদী খনন; কিন্তু সেটাই এখন নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর তীরের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খননের পর নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের বসতভিটা, কৃষিজমি, বাঁধ, সড়ক ও সরকারি অবকাঠামো।
১১ মিনিট আগেঅত্যন্ত ব্যয়বহুল ও সুরক্ষিত ‘চট্টগ্রাম হতে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে’র (সিডিপিএল) কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়েছে। এতে আলোড়ন সৃষ্টি হয় জ্বালানি খাতে।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যাহতি চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। এদিকে নির্বাচনী কমিটিতে না থেকেও অব্যাহতির বিষয়ে ছাত্রদলের এমন বক্তব্য মানহানিকর দাবি করে
৩ ঘণ্টা আগে