Ajker Patrika

চিকিৎসাধীন আরেক বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১১: ১১
চিকিৎসাধীন আরেক বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

ঢাকার অদূরে সাভারের বলিয়ারপুরে গত রোববার বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের আরও একজন বৈজ্ঞানিক কর্মকর্তা মারা গেছেন। তাঁর নাম ফারহানা ইসলাম নিপা (৩৫)। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। সেখানেই গত বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ওই ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার হাইওয়ে থানার এসআই গোলাম মোস্তফা। এ নিয়ে সাভারের ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ছয়জন।

নিপা পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নিউক্লিয়ার সায়েন্স বিভাগে কর্মরত ছিলেন। তিনি ঢাকার ধামরাই এলাকার নজরুল ইসলামের মেয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সায়েন্স বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন নিপা।

পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ টি এম ফয়েজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নিপাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন অংশের হাড় ভাঙার পাশাপাশি মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউয়ে ভর্তি ছিলেন নিপা।

গত রোববার সকালে সাভারের বলিয়ারপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সেফলাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ও ট্রাককে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর দিয়ে রাস্তার অন্য পাশে গিয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের স্টাফ বাসকে ধাক্কা দেয়। এতে স্টাফ বাসে থাকা পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের দুজন বৈজ্ঞানিক কর্মকর্তা, একজন প্রকৌশলী এবং চালক নিহত হন। পরে জানা যায়, সেফলাইন পরিবহনের বাসের চালকও ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা করেছে হাইওয়ে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত