Ajker Patrika

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২২, ১৪: ৩৩
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে করা কটূক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর মোড় অবরোধের পর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বিক্ষোভ করেন বাইশমাইলে অবস্থিত মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে নবীনগরমুখী দুই লেনে এবং নবীনগর-চন্দ্রা সড়কের নবীনগরমুখী লেনে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা সড়কে জমা হতে থাকে। এ সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় ৪০ মিনিট তারা সড়ক অবরুদ্ধ রেখে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর মোড় অবরোধের পর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরাসাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হঠাৎ করে শিক্ষার্থীরা নবীনগরে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সড়ক সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত