সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের একটি হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছেন স্বামী-শাশুড়ি পরিচয়দানকারী দুজন। খবর পেয়ে মৃত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুরে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামী ও শাশুড়ি পরিচয়ে দুজন ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকদের সন্দেহ হলে পুলিশকে জানাতে বলেন। এরপর থেকে কাউকে কিছু না বলে দুজন পালিয়ে যান।
হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, বুধবার রাত ৮টা ২৩ মিনিটে অটোরিকশা করে কথিত স্বামী ও শাশুড়ি ওই নারীকে নিয়ে হাসপাতালে ঢোকেন। পরে রিকশা থেকে নামিয়ে হাসপাতালের হুইল চেয়ারে করে হাসপাতাল কর্মীর সহায়তায় ভেতরে নিয়ে যান। এ সময় শাশুড়ি হাসপাতালের ভেতরে গেলেও স্বামী মোবাইল চাপতে চাপতে বাইরে চলে যান। এর কিছুক্ষণ পর শাশুড়ি বের হয়ে যান। আবার ৮টা ৩৬ মিনিটে স্বামী ও শাশুড়ি হাসপাতালের ভেতরে ঢোকেন। পরে ৮টা ৪০ মিনিটে প্রথমে স্বামী তাঁর পিছু পিছু শাশুড়ি হাসপাতালের মূল ফটক দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। একটু পরেই হাসপাতালের নিরাপত্তাকর্মী তাঁদের আটকাতে দৌড়ে যান। কিন্তু না পেয়ে ৮টা ৪২ মিনিটে হাসপাতালে ফিরে আসেন।
এ বিষয়ে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন উর রশিদ বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে এক নারীকে অচেতন অবস্থায় আনেন দুজন। তাঁরা পরিচয় দিয়েছিলেন সেই নিহত নারীর স্বামী ও শাশুড়ি হিসেবে। আমাদের ডাক্তার জানতে চেয়েছিলেন কি হয়েছে রোগীর? পরে তাঁরা বলে মাথা ঘুরে পড়ে গেছেন। বিষয়টি সন্দেহজনক ভেবে চিকিৎসক পুলিশকে ফোন দিতে বলার পর কৌশলে সুযোগ বুঝে পালিয়ে যান তাঁরা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ আজ দুপুরে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, শুনেছি শাশুড়ি ও স্বামী পরিচয় দিয়ে গতকাল রাতে এই হাসপাতালে রেখে যায় দুজন। পরে হাসপাতাল থেকে কাল রাতেই জানানো হয়েছে। আজ এসে মরদেহ সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নারীর নাম শিফা মনি (১৯) বলেছিল কথিত স্বামী ও শাশুড়ি। তবে এই পরিচয় সত্যি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানতে পিবিআইকে জানানো হয়েছে।
পিবিআই ঢাকা জেলার এসআই সালেহ ইমরান বলেন, প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও পরিচয় শনাক্ত করতে পারিনি। সম্ভবত ওই নারীর জাতীয় পরিচয়পত্র হয়নি। এই জন্য তাঁর পরিচয়টি জানা যায়নি।
সাভারের একটি হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছেন স্বামী-শাশুড়ি পরিচয়দানকারী দুজন। খবর পেয়ে মৃত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুরে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামী ও শাশুড়ি পরিচয়ে দুজন ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকদের সন্দেহ হলে পুলিশকে জানাতে বলেন। এরপর থেকে কাউকে কিছু না বলে দুজন পালিয়ে যান।
হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, বুধবার রাত ৮টা ২৩ মিনিটে অটোরিকশা করে কথিত স্বামী ও শাশুড়ি ওই নারীকে নিয়ে হাসপাতালে ঢোকেন। পরে রিকশা থেকে নামিয়ে হাসপাতালের হুইল চেয়ারে করে হাসপাতাল কর্মীর সহায়তায় ভেতরে নিয়ে যান। এ সময় শাশুড়ি হাসপাতালের ভেতরে গেলেও স্বামী মোবাইল চাপতে চাপতে বাইরে চলে যান। এর কিছুক্ষণ পর শাশুড়ি বের হয়ে যান। আবার ৮টা ৩৬ মিনিটে স্বামী ও শাশুড়ি হাসপাতালের ভেতরে ঢোকেন। পরে ৮টা ৪০ মিনিটে প্রথমে স্বামী তাঁর পিছু পিছু শাশুড়ি হাসপাতালের মূল ফটক দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। একটু পরেই হাসপাতালের নিরাপত্তাকর্মী তাঁদের আটকাতে দৌড়ে যান। কিন্তু না পেয়ে ৮টা ৪২ মিনিটে হাসপাতালে ফিরে আসেন।
এ বিষয়ে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন উর রশিদ বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে এক নারীকে অচেতন অবস্থায় আনেন দুজন। তাঁরা পরিচয় দিয়েছিলেন সেই নিহত নারীর স্বামী ও শাশুড়ি হিসেবে। আমাদের ডাক্তার জানতে চেয়েছিলেন কি হয়েছে রোগীর? পরে তাঁরা বলে মাথা ঘুরে পড়ে গেছেন। বিষয়টি সন্দেহজনক ভেবে চিকিৎসক পুলিশকে ফোন দিতে বলার পর কৌশলে সুযোগ বুঝে পালিয়ে যান তাঁরা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ আজ দুপুরে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, শুনেছি শাশুড়ি ও স্বামী পরিচয় দিয়ে গতকাল রাতে এই হাসপাতালে রেখে যায় দুজন। পরে হাসপাতাল থেকে কাল রাতেই জানানো হয়েছে। আজ এসে মরদেহ সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নারীর নাম শিফা মনি (১৯) বলেছিল কথিত স্বামী ও শাশুড়ি। তবে এই পরিচয় সত্যি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানতে পিবিআইকে জানানো হয়েছে।
পিবিআই ঢাকা জেলার এসআই সালেহ ইমরান বলেন, প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও পরিচয় শনাক্ত করতে পারিনি। সম্ভবত ওই নারীর জাতীয় পরিচয়পত্র হয়নি। এই জন্য তাঁর পরিচয়টি জানা যায়নি।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে