সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় বিরিয়ানির মাংস নিয়ে তুলকালাম কাণ্ডের পর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছিল আশুলিয়া থানা পুলিশ। বিরিয়ানিতে কুকুরের মাংস দেওয়ার অভিযোগের খবর বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অবশেষে জানা গেল সেই মাংস কুকুরের নয়, কোনো তৃণভোজী প্রাণীর।
আজ শনিবার (১১ জুন) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই সুব্রত রায়।
সুব্রত রায় বলেন, ‘আজকেই রিপোর্ট হাতে পেয়েছি। প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তারা এটি পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে মাংসটি কুকুরের নয়।’
তাহলে সেটি কিসের মাংস ছিল জানতে চাইলে এসআই সুব্রত বলেন, ‘মূলত অভিযোগের ভিত্তিতে আমরা নমুনা দিয়ে জানতে চেয়েছিলাম এটি কুকুরের মাংস কি না। সে অনুযায়ী রিপোর্ট দিয়েছে।’
রিপোর্ট বিশ্লেষণ করে জানা যায়, মলিক্যুলার টেস্ট বা আণবিক পরীক্ষার ফলাফল বলছে— এটি কুকুরের মাংস নয়। কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম আজম চৌধুরী স্বাক্ষরিত রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ড. গোলাম আজম চৌধুরী বলেন, ‘আমরা মাংসের নমুনা পিসিআর টেস্ট ও মলিক্যুলার টেস্ট করে দেখেছি— সেটি কুকুরের মাংস না।’
তাহলে এটি কিসের মাংস, এমন প্রশ্নে এ বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, ‘নমুনা দিয়ে আসলে এটি কুকুরের মাংস কি না তা জানতে চাওয়া হয়েছিল। তাই আমরা লিখিতভাবে শুধু সেই অংশই উল্লেখ করেছি। তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে সেটি বোভাইন বা তৃণভোজী প্রাণী যেমন— গরু, ছাগল, মহিষ কিংবা ভেড়ার মাংস। এই চারটি প্রাণীর মধ্যে যেকোনো একটির মাংস এটি।’
গত ১৫ মে সাভারের আশুলিয়ায় নরসিংহপুরে আল্লাহর দান বিরিয়ানি হাউস-৫ নামক একটি হোটেলে কুকুরের মাংস দেওয়া বিরিয়ানি পরিবেশনের অভিযোগ ওঠে। এক নারী ভোক্তা হিসেবে এই অভিযোগ তোলেন। এ নিয়ে হইচই পড়ে যায়। এ ঘটনায় হোটেল মালিককে সন্দেহভাজন হিসেবে আটকও করে পুলিশ।
সাভারের আশুলিয়ায় বিরিয়ানির মাংস নিয়ে তুলকালাম কাণ্ডের পর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছিল আশুলিয়া থানা পুলিশ। বিরিয়ানিতে কুকুরের মাংস দেওয়ার অভিযোগের খবর বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অবশেষে জানা গেল সেই মাংস কুকুরের নয়, কোনো তৃণভোজী প্রাণীর।
আজ শনিবার (১১ জুন) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই সুব্রত রায়।
সুব্রত রায় বলেন, ‘আজকেই রিপোর্ট হাতে পেয়েছি। প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তারা এটি পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে মাংসটি কুকুরের নয়।’
তাহলে সেটি কিসের মাংস ছিল জানতে চাইলে এসআই সুব্রত বলেন, ‘মূলত অভিযোগের ভিত্তিতে আমরা নমুনা দিয়ে জানতে চেয়েছিলাম এটি কুকুরের মাংস কি না। সে অনুযায়ী রিপোর্ট দিয়েছে।’
রিপোর্ট বিশ্লেষণ করে জানা যায়, মলিক্যুলার টেস্ট বা আণবিক পরীক্ষার ফলাফল বলছে— এটি কুকুরের মাংস নয়। কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম আজম চৌধুরী স্বাক্ষরিত রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ড. গোলাম আজম চৌধুরী বলেন, ‘আমরা মাংসের নমুনা পিসিআর টেস্ট ও মলিক্যুলার টেস্ট করে দেখেছি— সেটি কুকুরের মাংস না।’
তাহলে এটি কিসের মাংস, এমন প্রশ্নে এ বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, ‘নমুনা দিয়ে আসলে এটি কুকুরের মাংস কি না তা জানতে চাওয়া হয়েছিল। তাই আমরা লিখিতভাবে শুধু সেই অংশই উল্লেখ করেছি। তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে সেটি বোভাইন বা তৃণভোজী প্রাণী যেমন— গরু, ছাগল, মহিষ কিংবা ভেড়ার মাংস। এই চারটি প্রাণীর মধ্যে যেকোনো একটির মাংস এটি।’
গত ১৫ মে সাভারের আশুলিয়ায় নরসিংহপুরে আল্লাহর দান বিরিয়ানি হাউস-৫ নামক একটি হোটেলে কুকুরের মাংস দেওয়া বিরিয়ানি পরিবেশনের অভিযোগ ওঠে। এক নারী ভোক্তা হিসেবে এই অভিযোগ তোলেন। এ নিয়ে হইচই পড়ে যায়। এ ঘটনায় হোটেল মালিককে সন্দেহভাজন হিসেবে আটকও করে পুলিশ।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫