সাকিব ‘চ্যাম্পিয়ন খেলোয়াড়’, তবে ভারতের ‘যায়-আসে না’
পুনেতে ভারতের বিপক্ষে বড় ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা সাকিব আল হাসানের চোট নিয়ে। গতকাল তাঁর ব্যাটিং অনুশীলন দেখে সংশয়ের মেঘ অনেকটা কেটেছে। তবু চিকিৎসক, ফিজিওর সবুজ সংকেতের ব্যাপার তো আছেই। বাঁ ঊরুর সামনে যে ‘গ্রেড ওয়ান টিয়ার’, সেটির অগ্রগতি যেহেতু অনেক ভালো—সাকিবকে নিয়ে চিকিৎসক-ফিজিওর খুব একটা দ্ব